চতুর্থ মেল ট্রেনের রিজার্ভড ক্যুপ

পেরেক

 

এবারের রিজার্ভড বগিটা পড়লাম। নতুন সংযোজন বলা হচ্ছে, কিন্তু আগের ইস্যুর কৃষক মৃত্যু দেখছি ওখানেই রয়েছে। সে যাক।

ধর্ম ও রাষ্ট্র বিষয় হিসেবে দারুণ। কিন্তু যে লেখাগুলো আছে, তাতে বোধহয় টাইটেলে উপমহাদেশে এবং সাম্প্রতিক কালে শব্দদুটোর সংযুক্তি দরকার ছিল। ইন জেনারেল, ধর্ম ও রাষ্ট্র নিয়ে আলোচনা হয়নি। খ্রিস্টধর্ম এবং সে সংক্রান্ত রাষ্ট্রগুলো বাদ থেকে গেছে।

লেখা ধরে বললে, মাধব গোডবোলের ভাষণ এবং ভেঙ্কিটেশ রামাকৃষ্ণনের লেখা অসাধারণ, কিছু বলার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে সমৃদ্ধ হয়েছি নাদিম পারাচার লেখা পড়ে। এটা ব্যক্তিগতভাবে ইসলাম নিয়ে অজ্ঞতার কারণেও হতে পারে, তবে লেখাটা সত্যি আর্কাইভে রাখার মতো। আর এখানেই আলম খোরশেদের লেখাটা যেন একটু দুর্বল। বাংলাদেশের বাস্তবতা নিয়ে আরও গভীর আলোচনা হতে পারত। বদলে কেমন ‘বাণী’ টাইপ হয়ে গেল! 🙁

যা হোক, আলোচনা হোক…

6 Comments

  1. একটা কথা বলা হয়নি। আগস্ট মাসে স্বাধীনতা সংক্রান্ত কোনো থিমে না গিয়ে যে এরকম একটা থিম বাছা হল, সে জন্য একটা অভিনন্দন…

  2. লিবারেল সেকুলার পলিটিক্স আর তার বাণী সুলভ কণ্ঠস্বর একাডিমিক আর ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোর বাইরে আর কোথায়? কেন উপমহাদেশের রাজনৈতিক দলগুলো ধর্মের বাইরে ভাবতে পারছে না র‍্যাদার বাধ্য হচ্ছে সেটা ভেবে দেখা দরকার।

  3. ধর্ম এমন একটা ডিসাইডিং ফ্যাক্টার রাষ্ট্র তাকে বাদ দিয়ে বা প্রভাবিত না হয়ে ভাবতেই পারছে না।

আপনার মতামত...