অর্ণব বসু

দুটি কবিতা

 

গতজন্ম

অক্টোবরের বিকেল। হলুদ হলুদ মরা আলো। রঙিন কিশোর, হাফ ছুটি হয়ে গেলে তুমি আজ দাঁড়াবে না শিরীষের তলায়? ভাঙা সাইকেল নিয়ে গুটিয়ে গুটিয়ে এগিয়ে যাবে না মেয়েটির কাছে? এ শহর বড় বেশি নির্বান্ধব হয়ে পড়েছে আজকাল, চিঠি কাকে লিখবো বলো। জীবনের কাছে আমি আবারও ব্যর্থ হয়ে যাচ্ছি, হাসছে, লোকের হাসি পায় খুব। আড্ডা ভেঙে ফিরে আসি। হাঁটাপথ ধরে জ্যোৎস্নার রেখা, কাশের দোলায় চমকে ওঠে কিশোরীর মুখ…..

 

গাছেদের যাবতীয় অসুখ

লোকটা দীর্ঘ সময় ধরে হারিয়ে গেছে বনের ভেতর।
তাকে তুমি খুঁজে বেড়াও, হলুদ পাতার শিরায়
তোমার মুখে রোদের আলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর
দুপাশে ঝোপঝাড়- অল্প ঝুঁকলেই পা কেটে রক্তারক্তি কাণ্ড।

ভাঙা ট্রেনের মত একপাশে পড়ে আছে যে জীবন
তাকে তুমি খুঁজে বেড়াও, ওপাশে জঙ্গল পেরোলেই ভরা যুবতীর মত গোল চাঁদ।
স্পর্শ পেলে গাছেদের যাবতীয় অসুখ গান হয়ে ওঠে।

About চার নম্বর প্ল্যাটফর্ম 4593 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...