Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

ফারো ফারুখজাদের কবিতা

অনির্বাণ ভট্টাচার্য

 

ফারো ফারুখজাদ (২৯ ডিসেম্বর, ১৯৩৪-১৩ ফেব্রুয়ারি, ১৯৬৭) ইরানের গুরুত্বপূর্ণ কবি এবং চলচ্চিত্রকার। আধুনিক ফার্সি কবিতার অন্যতম পুরোধা ফারো ফারুখজাদের কবিতায় ধরা পড়েছে বিষণ্ণতা, একাকিত্ব এবং নারীবাদ। একজন নারীর জীবনদর্শন এবং ব্যক্তিগত কষ্ট ও যন্ত্রণার কথা উঠে আসার পাশাপাশি পৌরুষের প্রতি তীব্র এক অভিমান ব্যক্ত হয়েছে তাঁর কবিতায়। এই নারীবাদের জন্য ১৯৭৯ সালে ইরানের ইসলামিক রেভলুশনের পরবর্তী প্রায় এক দশক সেদেশে তাঁর কবিতা নিষিদ্ধ ছিল। চলচ্চিত্রকার হিসেবেও প্রসিদ্ধ ফারো ফারুখজাদের ১৯৬২ সালে নির্মিত ‘দ্য হাউজ ইজ ব্ল্যাক’ তথ্যচিত্রটি ইরানের নতুন ধারার চলচ্চিত্র নির্মাণের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল। ১৯৬৭ সালের ১৩ ফেব্রুয়ারি তেহরানে একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩২ বছর বয়সে নিহত হন ফারো। ইংরেজিতে অনূদিত তাঁর বিখ্যাত কিছু বিখ্যাত কিছু কবিতা— ‘Reborn’, ‘Let Us Believe in the Dawn of the Cold Season’, ‘Wall’, ‘Sin’, ‘The Wind Will Carry Us’ ইত্যাদি।

 

পাখিরা মরে যায়, তবু …

বিষাদ মনে হয়
নীলাভ মনে হয়

বাইরে যাই
শান্ত রাত্রির মসৃণ খোলসের গায়ে শীতল আঙুল ঘষি

দেখতে পাই
স্পর্শের সমস্ত আলোই অন্ধকার
যে গলিগুলো আমাদের মেলাতে পারত, সব অন্ধ

আমাকে সূর্যের সঙ্গে কেউ আলাপ করাবে না
যূথচারী পাখিদের ভেতর
আমাকে কেউ নিয়ে যাবে না

পাখিরা মরে যায়
তবু
ওদের ওড়াটা মনে রেখো…

 

উপহার

অন্ধকারের কিনারা থেকে
তোমার সঙ্গে কথা বলছি
রাত্রির গভীরতা নিয়ে…
কথা বলছি পরিপূর্ণ ছায়ার গাঢ়তা নিয়ে

প্রিয়
আমাকে দেখতে এলে
সঙ্গে, মনে করে বাতি এনো
নিয়ে যেও ছোট এক জানলার পাশে
আমাকে

আমি দেখব
ভিড়ে ঠাসা কোলাহলমুখর কিছু মানুষ
সুখী এক রাস্তার ভেতর

 

শুক্রবার*

আমার শুক্রবার
পরিত্যক্ত শুক্রবার
আমার শুক্রবার— বিষণ্ণ, মলিন
অন্ধ এক গলির মতো…
আমার শুক্রবার,
অসুস্থ, অলস ভাবনার শীতার্ত দিন
নিষ্ঠুর, অনন্ত একঘেয়েমিতে ভেজা সেসব দিন
আমার শুক্রবার, বিষণ্ণতায় ভর্তি
আমার হারানো বিশ্বাসে
হারানো আশায়
শোকার্ত
আমার শুক্রবার
বীভৎস সেসব দিনের শুক্রবার

শূন্য এক ঘর
বিষণ্ণ এক ঘর
এইসমস্ত অস্বচ্ছ দেয়াল আমাকে আটকে রাখে
বাইরে, যৌবনের আঘাত
আলোর ভেতর আমার ছোট ছোট স্বপ্নগুলোর উপর
হুমড়ি খেয়ে পড়া ছাদ—
আমিময়তার ভেতর, প্রতিবিম্বের ভেতর, সন্দেহের ভেতর
সেইসমস্ত ঘর,
সমস্ত বর্ণ, আকার, সঙ্কেত, শব্দ—
সবকিছু
এক অপ্রতিরোধ্য শূন্যের কথা
আমাকে বলে…

জীবন
এক রহস্যময় নদীর মতো মনে হয়
চুপচাপ, একা সমস্ত দিনের ভেতর
বয়ে যায়—
কী যে শান্ত,
অহঙ্কারী
জীবন
রহস্যময় নদীর মতো
শূন্য, বিষণ্ণ ঘরের ভেতর
বয়ে যায়—
কী যে শান্ত,
অহঙ্কারী

 

*ইরানে শুক্রবার দিনটি সাপ্তাহিক ছুটির দিন