Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

দিনগত পাপক্ষয়

চৈতালী চট্টোপাধ্যায়

 




বিশিষ্ট কবি। বিজ্ঞাপনের জগতে দীর্ঘ সময় কাটিয়েছেন।

 

 

লিখি আবেগের লতাপাতা।
লিখি কুসুমের কথকতা।

লিখি ভ্রমণের ডায়েরি।
লিখি প্রেমেপড়া শায়েরি।

আর, লিখতে লিখতে সুখ,
আমি দেখিনি বিষের মুখ–

পাশে হাত বাড়িয়েছি যেই,
হাতে অস্ত্র ঠেকল। সেই

প্রহরণ প্রতিবেশীদের
ঘর ভাঙল, ঘোর ধন্দের

জাল বুনল ওই ওরা,
প্রভু ও প্রভুদাসেরা।

চাটে রক্ত, ঝরে রক্ত,
চোখ ধর্ম বাছতে, অন্ধ!

লেখো ক্রোধ, লেখো ঘেন্না,
লেখো, যথেষ্ট হল, আর না…