সুদেষ্ণা মৈত্র
আশকারা
এভাবে আকার দিলে যেকোনোদিন গড় খুশি করে ঘোড়ায় চড়িয়ে নেব নবরত্নটিকে
তারপর বিলাসমহলে তোমার স্বভাবকবি তোমার ও কুন্তলজোড়া আমার পরনে দেখে প্রাণরক্ষাস্বার্থে
আমাকেই দু’কলি চরণান্ত মিলে রোজ ধুয়ে ধুয়ে দেবে-
এসব পোষ্য ছেলে নিয়ে এতো তৃপ্তি পেতে নেই রাণীমা!
অপরপক্ষ যদি চৌষট্টিকলা বোধে পারদর্শী হয়ে থাকে তবে?
গর্বিত হাবুডুবু দেখবনা বলেই আপনার
রাজসভা অলংকৃত করিনি এখনো।