Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

বসন্ত পঞ্চমী

বিধান জানা

 

সেবার মহাষ্টমীর রাতে
সেই যে হলুদ শাড়ীটা পরেছিলে
মন্ডপের রক্তিম চালচিত্রে
অপূর্ব লাগছিল

দূর থেকে দেখেছি আমি
অনেক ছবির মাঝে বিনম্র ভাস্বর
কি বলব
যেন নিশীথ সূর্যোদয়
কত সূর্য তাপে গলে গোপন হৃদয় ?

আজ বসন্ত পঞ্চমী
তোমার হলুদ শাড়ী উত্তাপে রাঙা
ভ্যান গগ যেন তরল সূর্য রঙে
এঁকেছেন হলুদ কবিতা
তোমার ওই শাড়ীর শরীরে

যেন দেগা পরম যতনে
প্যাস্টেলে প্যাস্টেলে
লিখেছেন স্বপ্নমাখা আলোর সংলাপ
সকালের রোদ বুঝি
গা এলিয়ে শুয়ে আছে নম্র আদরে

আজ সূর্যমেখে স্নিগ্ধ তুমি হলুদ বরণ
তোমার নরম নগ্ন পায়ে
আবির রাঙাবে বলে
কত দিন অপেক্ষায়
তোমার না যাওয়া সেই চন্দনপুর

স্টেশনের এক প্রান্তে
সেই বেঞ্চ ফাঁকা পড়ে আছে
দু একটা পলাশ ফুল ছড়ানো ছিটানো

স্নিগ্ধ আগুন মেখে বসে আছ একা
খোলা চুল রাঙা ফুল লাজুক দুচোখ
তোমার গন্ধে ম ম প্রেমিক সকাল
কৃপণ ওষ্ঠদুটি বিপ্লবী হোক ।