Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

রাফায়েল কুর্তোয়াসি বাইয়তের দুটি কবিতা

রাফায়েল কুর্তোয়াসি বাইয়তের কবিতা | আলম খোরশেদ

আলম খোরশেদ

 

রাফায়েল কুর্তোয়াসি বাইয়ত (জ. ১৯৫৮) উরুগুয়ের অন্যতম প্রতিষ্ঠিত লেখক, যিনি কবিতা ও কথাসাহিত্য উভয় মাধ্যমেই সমান সিদ্ধহস্ত। চারটি উপন্যাস, এগারোটি ছোটগল্প সঙ্কলন ও আঠারোটি কাব্যগ্রন্থের জন্যক কুর্তোয়াসি কবিতা এবং কথাসাহিত্য উভয়ের জন্যই উরুগুয়ের জাতীয় পুরস্কার পাওয়ার বিরল সম্মান অর্জন করেছেন। অ্যা ডগস্ লাইফ উপন্যাসের জন্য ১৯৯৭ সালে এবং ফ্রন্টিয়ার্স অভ উমব্রিয়া কাব্যগ্রন্থের জন্য ২০০২ সালে তিনি এই পুরস্কারে ভূষিত হন। তাঁর কবিতা মূলত রোমান্টিক চেতনাশ্রিত, চিত্রকল্পময় ও গভীরভাবে ব্যক্তিগত বোধ ও বীক্ষণেরই শিল্পিত বহিঃপ্রকাশ। বর্তমানে তিনি মন্তেবিদেওর চলচ্চিত্র ইনস্টিটিউিটের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: অর্ডার অফ থিংস (১৯৮৬), মিউজিক ফর দ্য ডেফ (২০০২), এভরিথিং ইজ স্মল (২০০৪), অর্ডিল (২০১৬) ইত্যাদি।

 

জাহাজডুবি

একটি শব্দ কোমল। জাহাজ
একটি পাথর যা ডুবে যায়
কোমল হাঁটে
তোমার শব্দ, জাহাজ
আমার বন্দরে। কোমল
জাহাজ ডুবে যায়
শব্দের ভেতর, আমার হাত
তোমার জাহাজে।
কোমল।

 

পা ও পদচ্ছাপ

কবিতা নয়, তার ধীর কার্যকারণ।
কবিতার কারণ, তার প্রভাব নয়।
কমলালেবু এবং বেড়াল।
নিঃশ্বাস নেয় যে-কমলালেবু।
টাটকা বেড়ালের রস।

কবিতা বালু, দেবতার বর্জ্য
লুকোনো বিষ্ঠা, কবিতা বৃষ্টি
বায়ব তরল, দায়িত্বহীন পাখিরা।
মৃত্যুর সঙ্কীর্ণ পথ।

কবিতা নয়, তার নিরেট নৈঃশব্দ্য
পাথরের পল্লব
সমাধি-মার্বেলের ফুল
মূর্তি ও মৌন।

কবিতা নয়, তার কার্যকারণ।
পা-বিহীন একটি জুতো,
ছাপ-বিহীন একটি পা।