ফিদেল কাস্ত্রো
ফিদেলের এই বার্তাটি ২০১৪ সালের ২৩ জুন লেখা। এটি গ্রানমা-তে ওই বছরেরই ২৫ জুন প্রকাশিত হয়।
এখন প্রতিদিনই টেলিসুর-এ ফুটবল বিশ্বকাপ নিয়ে তোমার প্রোগ্রাম দেখার মজা নিচ্ছি। এই সর্বজনীন খেলাটি যে অবিশ্বাস্য উচ্চতায় উঠেছে এই প্রোগ্রাম থেকেই সেটা জানতে পারছি। আমি বিশ্বাস করি যে কোনও দেশেই স্পোর্টসকে বাদ দিয়ে ছেলেমেয়েদের ঠিকঠাক শিক্ষা দেওয়া সম্ভব না। আর শুধু ছেলেদের কথা ধরলে তাদের পাঠক্রমে অবশ্যই ফুটবল থাকতে হবে। আমি একজন রাজনীতিক, কিন্তু নিজের বালকবেলায়, কৈশোরে বা যৌবনে আমি চুটিয়ে খেলাধূলা করেছি। আমার অবসর সময়ের বেশিটাই এই মহান কাজে ব্যয় হত। আমি অনেক কারণে তোমার গুণমুগ্ধ। তোমার সঙ্গে আমার পরিচয়ের সৌভাগ্য হয়েছিল যখন আমাদের দেশের জনগণের সঠিক চিন্তাধারা সদ্য জয়লাভ করেছে। সঠিক— সেহেতু কোনও শক্তির ক্ষমতা ছিল না তাকে হারায়। এই ঘটনাটি ছাড়া অন্য কিছুই দুই লাতিন আমেরিকান হিসেবে আমাদের সম্পর্ক এত দৃঢ় করতে পারত না। খুব সাধারণ পটভূমি থেকে উঠে আসা এক তরুণ এবং এক ক্রীড়াবিদ হিসেবে তোমাকে অনেক ঝড়ঝাপটার মোকাবিলা করতে হয়েছে। মেসিও এরকম আর একজন ভয়ঙ্কর খেলোয়াড়। আর্জেন্টিনার মহান জনগণের জন্য সেও অনেক গৌরব নিয়ে এসেছে। তাকেও আমি কুর্নিশ করি। নানান ধরনের নোংরা মানুষদের অনেক হীন চক্রান্ত হয়েছে এবং হবে, কিন্তু তা সত্ত্বেও তোমরা দুজন যে গৌরব এবং সম্মান অর্জন করেছ তা কেউ কেড়ে নিতে পারবে না।
আমাদের এই গ্রীষ্মটাকে উজ্জ্বল করে তোলার জন্য টেলিসুরকেও আমি অভিবাদন জানাই। অভিবাদন জানাই তোমারই মতো আমাদের লাতিন আমেরিকার আরও সমস্ত অসাধারণ মহান ফুটবলারদের। আর শেষতক সেই দুর্ধর্ষ দূরদর্শী ভিক্টর হুগো মোরালেসকে তো আমরা ভুলতেই পারি না। মোরালেসই তোমার ক্ষমতা আবিষ্কার করেছিল এবং এই খেলার যে একটা মহান আদর্শগত মূল্য আছে তাকে এবং তুমি যাঁদের প্রতিনিধিত্ব করো সেই মহান আর্জেন্টিনীয় জনগণকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। আমি তোমার বন্ধুত্ব কখনওই ভুলব না দিয়েগো। ভুলব না বলিভীয় নেতা এবং ক্রীড়ার একজন উদ্যোগী পৃষ্ঠপোষক হুগো শাভেজ, লাতিন আমেরিকার বিপ্লব, এবং বিশ্বের সমস্ত নিপীড়িত জনগণের সংগ্রামের প্রতি তুমি যেভাবে সবসময় সমর্থন জানিয়ে এসেছ।
জুন ২৩, ২০১৪
বিকেল ৫টা ৩৬