হীরক সেনগুপ্ত
১
নিচু স্বরে কথা। সিএমের আশকারা ছুঁয়ে ঘুরছে।
‘কটা করে বডি?’
‘সাং সাং** বলচি।একশো পঁচিশ, ত্রিশ।কোনদিন ডাবল সেঞ্চুরি’
সিএম হল চিরহরিৎ মন্ডল।চেয়ারম্যান,গড় মান্দারন পঞ্চুসভা। আদরের সিএম।যার জিভে চৌখুপি লালা,চকচক। সুড়ুৎ করে টেনে চোখ কোঁচকায়,
‘একশোর বেশি বলচিস!’
‘মা শেতলার দিব্বি।তেমন হলে ডাবলের ..’
‘এক..শো.. !চাপা আনন্দ। সিএমের ছাপান্ন ইঞ্চি দিল,পক্ষীরাজ।কাঁধের আলখাল্লায়,তবলা।
..Honey honey, how you thrill me, a-ha, honey honey..উঁহু বেচারা, abba..ভুল করচে.. money..money..
ঠোঁটে কঞ্চি শিস।ফালা চাউনি,তন্নতন্ন ব্যস্ত হয় পরবর্তী ছকে,
‘কুন্ডুকে খবর দে ‘
২
অসময়ে চেয়ারম্যানের এত্তেলা। নবীন কুন্ডু হড়বড়িয়ে হাজির হওয়া , ‘ইয়েস স্যার’ ঠিকেদার।
চিরহরিৎ’এর যাবতীয় ঝক্কির অ্যানুয়াল মেটন্টেনেন্সে বর্গাদারি। ঝক,ঝক পৌঁছে গেল দোতলায় নীল আলো, বৌদিকেবিনে**! ‘চিভাস রিগালের’ বোতলটা টেবিলে রাখে।
হাত চুলকে চামচেবাজি,
‘বস।এইট্টিন ইয়ারস।ডাবল মল্টেড।স্কচ হুইস্কি।
বাম্পার মাল।
চিরহরিৎ মন্ডল ,থুড়ি সিএম কল্পনায় ঈষৎ উষ্ণ,সসেজ টুকরো ঘেরা । ঘাড় কি ঝুঁকল?
কুন্ডু এসব গন্ধ জানে। সিএম ডেকেছে মানে,অরণ্যে অশরীরী..এক্সেল, চিতল পেটি**।
নবীনকে নিয়ে ঘরে ছ’জন। মেহগনি আরামকেদারায় শিমুল তুলোর বোলস্টার, ঝুড়ি নামানো,বট-পাকুড়ের ফেনায় শিব নেত্র।
নবীনকে বন্দিশ কন্ঠে বলল,
‘চুল্লি বানিয়ে দিতে হবে’
নবীন খানিক ভড়কানি খায়,
‘চুল্লু…!’
হাতকাটা বাপ্পি বলল,
‘আব্বে, চুল্লি ,শুনিস নি!আমাদের পাচারের ইডেন।
ইলেকটিরিক ‘
নবীন কুন্ডু এই অভিনব কথাটায় হোঁচট খেল তবে ঝানু জকি। খেলোয়াড়ি স্পিরিটে খিঁচটা ভাঙ্গল না মোটেই। বলল না,
‘চু..ল্লি! ওহঃ চুল্লি, হেঃ! চুল্লি মানে শেখাচ্চ ?.. বাপ্পি.. বাড়ি যা’
বরং আশ্বস্ত করে।
‘নো পবলেম।হয়ে যাবে’
৩
নবীন কুন্ডু এসব চুক্কি খায় ।ঢের ভালো চেনে ‘সিএম’কে । পাপ্পু এখন ধুনকিতে চড়েছে ।ও নিজেই খোলসা করবে।কুন্ডুর শুধু ফাৎনার দিকে, চোখ রেখে অপেক্ষায়।
‘চিভাস রিগালে’র গায়ে জলের ফোঁটার , পোলডান্স।
ইহিউ..!
কুন্ডু, ঐ মালফাল টানার ধারে কাছেও গেল না। নিজের পকেটে বাংলুর হাফ পাঁইট।একবারে ঝেড়ে সোজা হয়ে বসল। এখানে পাওয়ার প্লে চলচে.. মনে মনে ..’আউড়ে নেয়..কনসাইনমেন্টে শট-সার্কিট** আচে,.. কুন্ডু..অন ইয়োর মার্ক….’
সিএম প্রথমে খানিক কুমীর কুমীর, ভেউগঙ্গা ।বাপ্পি আর লক্কা চোখের জল মুছিয়ে বলল,
‘বস, কী করবে বলো।সব মালিক কা খেল’
‘ঠিক আচে।সামলে নিইচি..পানবাহার দে’
একমুঠো খুশবু মুখে চালান করে ফর্মায় ফেরে,
‘বুইলে কুন্ডু..এই যে করোনায় এত পাবলিক… ফুটে যাচ্ছে…যমুনায় ভাসছে.. যতই নমামি গঙ্গে বলি..
..এতে আমাদের সমোস্কৃতি.. ভ্যেলু গলছে…তাই, প্ল্যান ফেঁদেচি.. চুল্লি হব্ব্যে।
করোনা …বডি ফডি তো কেউ ছুঁয়ে দেখছে। না পুড়ল, কি ভাসল…কি কুত্তায় মুতলো…আমি সামান্য পইসেবা দেব’
‘তাও ফুল ফিরি-তে। ও সব বডি ছাই .করব. সেই ছা..ই হব্যে করোনার.. যোধা আকবর থুড়ি ‘দীনদয়াল’ কবচ…’
নবীনের বুকের ভেতরে ছ্যাঁকা লাগে। ইঃ শালা! বলে কী..করোনার লাশ…ছাইয়ে…ক ব চ…’রা ..রা..ম’ বলতে গিয়েও চেপে গেল।ব্যবসায় ওসব ভয় খেলে চলে না।
এতদিন কেটারিং, মিড ডে মিল,সাইকেল ,স্পোর্টস, জনসমাবেশ, লাইট,মাইক,চেয়ার ,ফেস্টুন ব্যানার, কৃতী সম্বর্ধনার তাম্রপত্র…ফুল ,ধুপ,রবীন্দো জয়ন্তী, উৎসব-ঢাকঢোল ..রাস্তা, ব্রীজ.মায় …অনার কিলিং..সবের ঢালাও ঠিকেদারি… চুটকিতে এনকাউন্টার,..সামলেছে।
কিন্তু এই চুল্লিতে এসে লাট খেয়ে গেল কুন্ডু।..কুছ পরোয়া নেই..কাল হুব্বাদের** লাইনে ছুটিয়ে দেব। নইলে সব কটার পোষ্টাপিস**..কুচুৎ.!
কুন্ডুর ক্লাউডবার্স্ট**.. দুদ্দাড় বামাল ,
‘বস ,আপনি ভেঙ্গে পড়লেন… তো… ফুল সোসাইটি ঝাড় খেয়ে যাবে।শক্ত হোন।আপনার কাজ হয়ে যাবে।চুল্লি কবে চাইছেন ?’
‘যত্তো তাড়াতাড়ি হয়’
‘কাল পরশু ,খবর হয়্যে যাবে’
৪
কুন্ডু চলে যেতেই খুল্লি আর ন্যাপ্লা চোখ গোল..গোল…যেন পি.ও.কে বাদ দেওয়া চিনা গ্লোব।
‘বস,বডি পুড়বে ফিরি !কমিশন, টমিশন…’
‘আহ এত বেলবটম** ডায়লগ দিস।পেছনে ক্যাৎ মারব..পুটকি জ্যাম করে দেব…’
‘সরি সরি…’
স্কাইটিভিতে ইরানের ঝিনচ্যাক বেলিড্যান্স..সঙ্গে কঙ্গো.. টিরিক টিরিক,ট্টিটিরি টক.. টরে টক চালিয়ে
লক্কা, সিএমের টেম্পাররেচার নাবিয়ে দিল।
‘বস ,নাফার পেছনে দৌড়ায় না। নাফাই বডি ফেলে,.. কেঁউ ..কেঁউ..ঘেউ ঘেউ …খ্যা খ্যা…’
‘রিগালে’র বোতল ফাঁকা হয়ে আসছে। সিএমের মাথা লিকুইড অক্সিজেন.,…জড়ানো গলা ।
‘বাপ্পি,কুন্ডুকে শ্যাডো করিস.. ইস্কিম টপকে না যায়’
বাপ্পির ফাস্ট ফুড উত্তর,
‘আরে হ্যাঁ হ্যাঁ.. টপকালে ওর বাপকে শুদ্ধ শান্টিং**, ঢিকচ্যাঁও…’
৫
কুন্ডুর ফোন।সিএম কেটে দেয়।ওটা কোড।কুন্ডুকে আসতে বলল।
সিএমের কান জনসন বাড। সুড়সুড়ি দিচ্ছিল লক্কা।
ফ্রেশ মেজাজ।
‘ওহ কাল যা ডান্স দেখালি.লক্কা.. ইরানি মালটা …তুই শালা.. রামচন্দরের ইচ্ছেয়..মেয়ে হলে…. হামি দিতাম, মাইরি বলছি’
নবীন কুন্ডু রাত করে এল।বড় হাসি।দাঁতে ‘শিখরের’ মস্তি।
‘কি খবর ?’
কুন্ডু, সিএমের মর্জি-মেজাজ.., মাপল।নানা কথায়
ভাজরং ভাজরং। আজ দিলখুশ।সঙ্গে ষোলো বছরের ছিপকলি**,’লায়াগ্ভুলিন’, বোতল,ঢলকাচ্ছে। টেবিলে রাখে। আহ! ফুল নাজিয়া হাসান!..ডিস্কো দি..ওয়ানে..আ হা..বড়সড় কোপ চাই।
‘খবর আচে?’
‘সিরকার, লাইনে টোয়েন্টি ইয়ার্স।খবর সব ওক্কে না’লে, এ খোমা** দেখতেন?’
‘খর্চা বল’
মনে মনে হিসাব করাই ছিল।
…৫৪/ ৫৫কেভি…80/20 নাইক্রোম…
…..25-30…ডায়ামিটার কয়েল…টার্মিনাল রড…হাইকোয়ালিটি ..ব্রিক ওয়াল..অ্যালুমিনা রিফ্রাক্টরিফায়ার ব্রিক…আর্চব্রিক…ফায়ার ক্লে…
মোটামুটি ১২০০/১৫০০ ডিগ্রি সামলে নেবে..ট্রলি ,শ্যাফ্ট…চিমনি ১০০-১৫০ ফুট..এপাশ ওপাশ ধরে.. বাইশ/পঁচিশ লাখ। কুন্ডুর হার্ট ডুগডুগি তাসা..কড় কড় কড়াৎ, কড়াৎ, ঝিঙ..!
গলা খাঁকিয়ে খেলায়,
‘বেশি না.. পঞ্চাশ পেটিতে নেমে যাবে’
‘টাইম বল,টাইম..’
‘বাবুমশাই’ সিএমে’র দু’চোখ অলপ্পেয়ে জলের ধারায় ভাবনা।করোনার সেকেন্ড ওয়েভে ব্রেকিং দিচ্ছে টুইটার.. দেখাচ্ছে..প্রচুর বডি।..হাফ বয়েল হল কি হল না..নীলাম্বরী শাড়ি পরি ..নীল যমুনায় যায় গো.…কে যায়.. কে যায়.গ’ .সিএমের অস্থির হাতের মুদ্রায়.. গিটকিরি…কে যায়..
মনে ঘুরঘুর করে এমএলএ ল্যাডের মাল্লুতে চুল্লি একসঙ্গে ৫/৬ বডি লোড করছে,চব্বিশ ঘন্টা সার্ভিস…
৫*২৪ মানে.১২০ পিস… আমার চুল্লিতে ইচ পিস,… যদি দশ হাজার ধরি…কমসে কম …১০০ পিস বডি… তার মানে,ইনটু..দশ…তাতে হল গে ‘এক পেটি’ পার ডে!
হিউ….হুউউউ ,..ইনটু …থাট্টি ডে’জ..ইকুয়াল টু
তিন খোকা! ..ফোকোটিয়া…এলাকা উন্নয়ন তবিলে। সমাজ সেওয়া ,নো অপোজিশন। দুগ্গতদের হেল্প…
কুন্ডু হাঁ করে আছে। লক্কার খেয়াল হল।
বলে,
‘আরে ইয়ার…’সিএমে’র সিঙ্গেল** গিরিন**..তুই ভাবচিস. সিএম ডিআরএস চাইচে। আবে ইঁয়া পর নো থার্ড আম্পায়ার ছোঃ ..ওসব সিসু..’
সিএম মুখ খুলল,
‘কুন্ডু, টাইম কত লাগবে?’
‘আজ্ঞে ,আপনি তো বোঝেনই যত গুড়..তত মিষ্টি..
আর্জেন হলে এই ধরুন, ওয়ান উইক’
‘বেশ। তার বেশি যেন না হয়…’
‘ছি ছি ..!কতা ইজ কতা..’
‘তবে একটা কোশ্চেন ছিল বস..’
‘হু,বল’
‘ডোম পাবেন কী করে?’
‘ডোম!…ডোম কী হবে?’
‘আজ্ঞে ঐ বডি ফডি ঘাঁটাঘাঁটি কি যার তার কম্ম?
…হেব্বি ইস্ট্রং দিল,আর দিমাগ লাগে.. আলফাল যে কেউ হলে, মাল নিজেই টপকে যাবে…’
‘হুম এটা নতুন পবলেম।’তা’লে কুন্ডু, কেসটা সাল্টে দাও’
‘ও ভাববেন না …পহা দিলে অলিভ টার্টেলের ডিমের..ওমলেটও.. হয়্যে যাবে’
৬
নবীন বার্নিং ঘাটে আসে।কুন্ডু ডোমেদেরর কাছে কাজের কথা পাড়ল…।
ডোমেরা তো এক্কেবারে র’ । হাড় হারামিকে চুটকিতে চেনে।
মরার খুলিতে চুল্লু ছিল।পাউরুটি ভিজিয়ে কামড় দেয় ।তিনজন ডোম গোল চক্করে উবুর হয়ে বসে।।চোখের ইশারায় কুন্ডুকে সরে বসতে বলে।
নিজেদেরমধ্যে ,ইনসাইড আউটসাইড ডজ করে নেয় ,পোঁ ধরা মালকেষ্টটাকে। টের পায়,এ হুব্বার জেবনে মেলা চটকালি।..খুল্লাম খুল্লাৎ করলে মাল তেতে ওঠপে..ডোমেরা ইন্ট্রাপোলেট করে নিল ।
ডোমেদের ঘোলাটে চোখ,তিনশো ষাট ডিগ্রি। চোখের মণি ঘিরে পান্নার সবুজ রিং।কানে মাকড়ি ।গলায় বাঘ নখ হার।কানের খাঁজকাটা গাঁজার কলকগুলো
তাপে তাপে মেহেন্দিরং ।কোমরে গামছা।জালি গেঞ্জি।হাতে শিবের তাবিজ।
কুন্ডু খাপ খোলা হল না।
পিচিক করে থুতু ফেলে, সর্দার ডোম বলল
‘পুরো লাভ স্টোরিটা আরেকবার শুনি’
‘বলচি .আমাদের চেয়ারম্যান..চিরহরি..
‘ওহ সিএম!.. বুঝে গেছি, ধমকিতে দেয়,..
‘আগে বাঢ়…চুল্লির কিস্যাটা কি?’
কুন্ডু থতমত খেয়ে উত্তর দেয়
‘..হিসেব..হিসেব..মানে ইয়ে সমাজসেবা…’
‘শ্লা, সোমাজ সেওয়ার ট্যাঙ্কে গুলি…কোন শুয়োরের বাচ্চা বলতে পারবে ডোমেরা ইন্টুমিন্টু করচে বডি লিয়ে…জিভ টেনে ছিঁড়ে …খাল খিঁচে দেব…ওসব ছেনালি করে ঢং এ শর্মারা করে না।…বা*…কান্নার নকড়াছকড়া.. টাপসি …ওসব নিজেদে লোকের শ্লা …ঠাপানি আঁচল কি ছাঁও মে…আসলি বাৎ
করোনায় ভয়ে মরে…হি হি আদ্দেক আগুনে ভেজে ভাগলবা….
আমরা কি ও বডি লিয়ে …ধ*** চুষব… শেষে গান্ডুগুলো সব এদিকওদিক ছড়িয়ে হওয়া।
….এদিকে বডি আসছে… হাউসফুল শো মার্কা…শ্লা বোক***.. আমরা…মানুষ না? ডোমের তামাদি দৃষ্টি। গনগনে শুখা, ফাটা আগুন ক্ষুর,পকেটমার। যেন এক্ষুনি নবীনের গলায় টেনে দেবে..স্যাট…
ফুসসসস..টায়ার পাংচার….
‘ও চুল্লির বানানোর সময়.. আমাদের থাকতে দিতে হবে..আর বডি হিসেবে গান্ধীর খর্চা, ..৫ হলুদ,..২ গোলাপি।…
‘টপ টু বটম ‘শ্রীদেবী’ চুল্লি.. কমপিলিট হবে, আমদের ডায়রোতে** …তোমার ঐ সেবকবাবু কো ইয়ে জানকারি, ইয়া সূচনা দে দো…’
…ডোম ইজ ডোম..কোই দুসরা নেহি.. আমরা গ্যাংস অব ওয়াসিপুর …কোই চুতিয়াবাজি নেহি’ কথা শেষে
কলকের টানে ঘন ধোঁয়া,বুক চিতিয়ে কাশফুল..
নবীন হাবার মত জিজ্ঞেস করে,
‘তোমাদের নাম ?
‘আরে হম সব ইযম কা জিগরি দোস্ত.. ধর্মরাজ আমাদের গাঁ*** চুমু খায়..নাম সে কেয়া লেনাদেনা?
‘অব ইয়ে বতা, চুল্লি হোগা কাঁহা পর .?’
‘..ঐ আমাদের ধিতাং নদী আছে…ওর পাড়ে
..ঠিকেদার বলেছে..’
‘চোপ ..শ্লা .মা ..কা .চো***…কৌন ঠিকেদার? …সব কা ঠিকেদার তো ওহি হ্যায় .…’
আকাশের দিকে কলকে সমেত হাত তুলে …ডোমেরা একসঙ্গে হুংকার দেয়…
‘বোম ভোলে। জয় শিব শম্ভু…। একসঙ্গে গান ধরে, খুলি বাজিয়ে..
‘.. ..সজন রে ঝুট মত বোলো..খুদা কি পাস জানা হ্যায়… না হাঁথি হ্যায়…না ঘোড়া…হ্যায়..’
কুন্ডুর মুখে কথা নেই।নিঃশব্দে ঘাড় নাড়ে।খুব কঠিন পাল্লায় পড়েছে ।.চুপি চুপি .উঠে..চলে যাচ্ছিল, ডোমেরা ডাক দেয়,
‘আরে বেটা শুন ..এ তামাশা কব হোগা রে ….’
‘হবে । তাড়াতাড়ি।তোমরা থাকবে তো বললে..’
‘জরুর’
নবীন বলল,
‘বাড়ি কোথায় তোমাদের?
চল্লুর পিচকারি ছড়িয়ে ডোমেদের খ্যাক খ্যাক হাসি…
‘জি চাহে যব…হাম কো.. আওয়াজ দে ..হম হ্যায় ওহি..হম থে জাঁহা….’
কুন্ডু বাপের বিয়ে দেখল।
৭
চুল্লি ভিত খোঁড়া থেকে কমপ্লিট হওয়া, পর্যন্ত কাঁটায় কাঁটায় সাতদিন।ডোমেরা ছিল চব্বিশ ঘন্টা…।
আজ উদ্ধোধন।সিএম সাইকেলে প্রচার করেছে একা একা।সামনে ইলেকশন..বড় খেলা হবে…ভয়ংকর খেলা… মাইকে ..হাউমাউ..
‘বোন্দুগন…এই করোনার দুঃস্স পরিস্থিতিতে আমার এলাকা… তথা এলাকার বাইরে… সমস্ত লোকের জন্য ক্ষুদ্দ পোচেষ্টা… আমার নিজস্ব উদ্যোগে সাতদিনে নতুন চুল্লি হয়েছে। কেবল করোনা পেশেন্টদের দুঃখজনক মিত্যুকে স্মওণ কোএ …আমরা এ চিল শকুনের সময়ে বাস করচি… মৃতদেহ সৎকার হয়না… জলে ভেসে যায়… আমার আপনার পিওজন…কত আশা আকাঙ্ক্ষা, কত সপনো… কত উৎঝাস… অকালে ঝএ যাচ্ছে।
অন্তিম সমোসকারটুকু তাদের জুটচে না….’
সিএমের এই অভিনব উদ্যোগ বলাবাহুল্য, ঝড় তুলল
…প্রথমদিনেই একশো আটটা বডি…!
চিরহরিৎ মনে মনে ঠিক করেছে প্রথমদিন কোন চার্জ নেবেনা।কাউকে জানতেও দেওয়া হবেনা টাকা পয়সার কথা। সবাই জানুক ফ্রি….ওসব হবে গলাজল রাতে,নড়বড়ে সময়ে।
৮
ডোমেরা নতুন কাপড় পরা।কপালে টকটকে লাল টিপ,লম্বা।কানে জবা।নতুন জালি গেঞ্জি… গামছা.. সব কুন্ডুর সাপ্লাই… সিএম’কে ঝেড়ে কিনেছে।
দুজন ডোম নিচের চেম্বারে যায়।চালাবার আগে ভালো করে বুঝে টুঝে নিল।যদিও সব জানে। তৈরির সময় থেকে দেখে রেখেছে। তবুও শেষ অপারেশন করার আগে দেখছে…এই সুইচে ..চড়চড় আগুন.. টেম্পারেচার…৩০০…৫০০…৯০০।এই হল লিভার.. চেম্বার খোলা বন্ধের…এই ট্রলি ,এই ট্রলির গড়ানোর লাইন….’
সিএমের ইনস্ট্রাকশন ছিল ।অযথা ভিড় নয়।ওনলি রিলেটিভ…এত বডি,অথচ রিলেটিভ এসেছে সাতাশ!…
সিএম চুল্লির মুখোমুখি,.. দাঁড়িয়ে দেখছিল.. কপালে ভাঁজ…রিলেটিভ না আসলে .ইস্কিমই…তো.ফেল! ..পহা কে দেবে?….চুল্লি ধুয়ে কি বা*** ছিঁড়ব..!
আচমকাই সবার হইহই উঠল.
.’সাবধান…সাবধান …ট্রলি ঢুকবে’
একটা ডোম বলল ,
‘বাবু এ মাজাকিটা দেখতে চান তো?
‘হু,চাই’..
‘.একটু দূরে.. ঐ গোল জাগায় দাঁড়ান…একটা গোল জায়গা দেখিয়ে দেয়।চিরহরিৎ সেইখানে দাঁড়াল।এই চুল্লির দরজা খুললে এই জায়গাটা থেকে ডিরেক্ট
দেখা যাবে।ভালোই হল।
৯
লোহার দরজা খুলবে ডোমেরা ..
‘হর হর মহাদেও জয় শিব শম্ভু’
… ঝড়াং.. চুল্লির পুরু দরজা ফাঁক হল….
পায়ের নিচের গোল জায়াগার চাকতি.. মুহূর্তে.অদৃশ্য.হল.সিএমের ..বাহাত্তর ইঞ্চি টানেল
.খোলা মুখে চুল্লির..স্পেশাল এন্ট্রি।
নিমেষে,.ধর্মরাজের হাসির মধ্যে …ব্রিগেড.. টকটকে..ডিমের কুসুম আগুনে হেলেন কোমর নাচাচ্ছে,
আর.ডি বর্মণ তাল, ..মেহেবুবা..মেহেবুবা.. উঁ উঁ ..’
চুল্লির হাতল লক !
‘জয় জয় শিব শম্ভ! খ্যা খ্যা..’
১)সাং সাং :সঙ্গে সঙ্গে হিসাব
২)বৌদিকেবিন: স্ল্যাং রেডলাইট এরিয়া
৩)চিতল পেটি: দামি মাল,অভাবনীয় সুযোগ
৪)শর্টসার্কিট:ডেনজারাস এনকাউন্টার
৫)পোষ্টাপিস:স্ল্যাং, পেনিস
৬)ক্লাউড বার্স্ট:মরা কান্না
৭)বেলবটম ডায়লগ :আনাড়ি কথা
৮)শান্টিং:গুমখুন
৯)ছিপকলি:স্ল্যাং, ছিপছিপে মেয়ে
১০)খোমা:স্ল্যাং, মুখ
১১)পেটি:স্ল্যাং, এক লাখ
১২)সিঙ্গেল গিরিন:সিগন্যাল গ্রিন
১৩)শ্রীদেবী :ঝাঁ চকচকে
১৪)ডায়রো:ডিরেকশন
১৫)’চিভাস রিগাল:দামি স্কচ
১৬)’লায়াগ্ভুলিন’ দামি স্কচ
২৫/৫/২১