চিঠিপত্র
১
বুক ভরা শ্বাস নিলে মনে হয়
তোমার আত্মার ধ্রুব সবটুকু রং
লজ্জায় লাল হয়ে মিশে যাচ্ছে রক্তকণিকায়
২
গ্রহ তারা আপেক্ষিক
রাতের গভীরে দিন ক্রমাগত ঘামে
যেন শব্দের চাদরে ঢাকা
ছিন্নভিন্ন অভিমান কবিতার খামে
৩
ঝলসানো রোদ গিলে আকণ্ঠ বিকেলে
রোজকার মরে বেঁচে থাকার আড়ালে
শ্বাসরুদ্ধ অবসাদ আঁধারের মত মিশে আছে
তবু খুব বাঁচতে ইচ্ছে করে মাঝে মাঝে
৪
শুধু অনুভব নয়
এ আমার ধর্ম আন্তরিক
চকিত বিদ্যুল্লেখা
গাঢ় চোখে চোখ আকস্মিক
৫
উচ্ছ্বসিত অনাবিল আঁটোসাঁটো জ্যোৎস্নার মত
তুমি
আমার এই অনন্ত বুকে মুখ রেখে
তাকিয়ে রয়েছ দূর আকাশের দিকে সৃষ্টিময়ী