Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

মোহর ভট্টাচার্য

পরকীয়া

 

সে এক পতনকথা যতো স্থায়ী ততো না আভোগ
ডানে তো অঙ্গুলিমাত্র বামে আরো বেড়ে ওঠে রোগ
রোগ নয় মনোবাঞ্ছা বাঞ্ছারামে বাগানে বিভূতি
গোলাপে টিউলিপে নয় নিতান্তই মাধবী সেঁজুতি
কণ্টকে কাটিলে তনু লতাপাতা পরি কোনোমতে
অসম্বৃত বাক্য সবই, অনুচ্চার্য পরতে পরতে
ঢাল তলোয়ারহীন, বৃথা উন্মাদনা শুন রাই
এ জন্ম যারই হোক, পাখদুটি আলসে পোড়াই
পোড়াতে পোড়াতে দ্যাখ হাড় মাংস মেদ মজ্জা প্রাণ
আলোকসম্ভবা চিতা জ্বলে ওঠে অঙ্গুলিপ্রমাণ
খাপ খুলে পড়ে থাকে, সখা, বলো, আনাচেকানাচে

বাল্যপ্রেমে অভিশাপ কিছু নেই, বিড়ম্বনা আছে।

 

(ছবি-দেবব্রত শ্যাম রায়)