হলুদ দেওয়াল ঘেঁষে
‘একা নও, জেনো
আয়নায় দু-মানুষে ভাগ হয়ে গেছে
তোমার একাকী’
১.
ভাঙাচোরা, অবোলা কাগজ
চেয়ে আছে। চেয়ে, নিরুপায়
কী সহজে ভেবে তাকে পাখিকুল, রোজ—
ব্যর্থ উড়ানের ভার চাপিয়েছ, নিরস্ত্র শাদায়
২.
যা শুনেছ, যা দেখেছ— চুপ!
শানাও আড়াল, রক্ত, ঘাম
দক্ষযজ্ঞ রাতে আজ তুমিই তুরুপ—
দেমাকি টেক্কার লালে, ওঁৎ পাতা জেহাদি গোলাম
৩.
জাদু তুমি। স্মৃতির মনিব
অনায়াস, সা-রে-গা-মা-সা-রে
চকিতে ছাপিয়ে দাঁত, রুখাসুখা জিভ
ঝড়ের জঙ্গল ভেঙে ধূ-ধূ ঠোঁট খুঁজে নিতে পারে
৪.
অবসর সরু। সরু, দিন
আলোটি নিথর হল, তাই—
আহত হ্রেষার ছায়া, কাঁপে অশ্বহীন
ক্ষুরের বিস্তার থেকে মুছে গেল সকল রেহাই
৫.
অনিশ্চিত, নীলাভ ভীষণ
আরও নীল, রাত্রিখানি তার
কবে সে ছুরির ভোর হাতে নেবে? মন?
হত্যা-বিষ টের পেতে, দেরি হয়ে গিয়েছে তোমার