Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

অর্কপ্রভ ভট্টাচার্য

অর্কপ্রভ ভট্টাচার্য | ধ্রুবক

ধ্রুবক

 

 

(১)

বস্তু ও বস্তুর ছায়া মিলে গেলে অক্ষর ফুটে ওঠে

 

(২)

কলকাতার মানুষেরা হাজার হাজার টাকা দিয়ে
একজোড়া ফাঁকা স্তন দেখতে যায়

 

(৩)

একটা রিংটোন পাল্টে জীবন বদলে যাবে
ভেবেছিল এক কিশোর

 

(৪)

ঘুম থেকে উঠে দেখি কোনও মিসড কল নেই
ঘুমোতে যাওয়ার আগেও নেই

 

(৫)

সমস্ত চেঁচামেচিকে অগ্রাহ্য করে
যেমন একটি বিড়াল শুয়ে থাকে পাশে

 

(৬)

একটু বসব ভাবলে আস্ত বাড়িটাও ছোট্ট লাগে

 

(৭)

গাছেরা ঘন হলে
কন্ডোম ছড়িয়ে থাকে মাটিতে

 

(৮)

ঘর একটু অসুন্দর হলেই বেঁচে থাকা যায়

 

(৯)

মানুষ যেখানে দাঁড়ায়
ট্রেন সেখানে দাঁড়ায় না

 

(১০)

কথা বলতে বলতে কাছে আসে
কথা বলতে বলতে দূরে