রাফাতুল আরাফত
রাত গাঢ় থেকে গাঢ় হবে –
সে অপেক্ষা না করে চলো ঘুমিয়ে পড়ি
শৈশবের সে ঘুম-দুর থেকে ডেকে যাবে শেয়ালগুলি।
চলো- প্যাঁচার পায়ে বেধে আসি একটা লাল সুতি কাপড়।
যে শৈশব মাড়িয়ে এসেছি-
চালতার ডালে খুঁজে ফেলি চলো!
রাত গাঢ় থেকে গাঢ় হবে –
সে অপেক্ষা না করে চলো ঘুমিয়ে পড়ি
শৈশবের সে ঘুম-দুর থেকে ডেকে যাবে শেয়ালগুলি।
চলো- প্যাঁচার পায়ে বেধে আসি একটা লাল সুতি কাপড়।
যে শৈশব মাড়িয়ে এসেছি-
চালতার ডালে খুঁজে ফেলি চলো!