Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

সায়ন্তী দাস

ফিরৎনামা

 

 

একটা নদীর পাশে বসার কথা ছিল

তেমন তো নয়
আজই দেখলাম তোমায়

মুঠো খুলে দিয়েছি
নদী, উপত্যকা, গিরিখাত
ধানজমি দিগবিসারি

নির্জন আলপথে হেঁটে গেলে তুমি

জানা হল না,

কতটা পেরোলে শূন্য মগ্ন জীবন

সবই আদিগন্ত বিস্তার প্রলাপ

 

দুই.

ধীরে ধীরে চাঁদ ঢেকে যায়
মেঘের খেয়াল এখন অন্তরায়

কুয়াশায় ঢেকে গেছে ট্রেন

ছেড়েও গেল…

নির্জন স্টেশনে অপেক্ষায়

শীত অপেক্ষার আরেক নাম

 

তিন.

আঙুলের ফাঁক দিয়ে বয়ে যায় দিন

রুমালচোর আমাদেরও খেলা ছিল

এখন তোমার গলায় মাফলার

উলবোনা ছেড়ে আমিও পদ্য বুনে থাকি

তুমি যে লেকের পাড়ে আজ
সেখানেই যাওয়ার কথা ছিল

গেলামও, ভিন্ন টাইম ফ্রেমে

নিয়তি এটাই….

 

চার.

জানি দূরে যাওয়াই মঙ্গল
অনেক দিয়েছি তোমায়

উপচে পড়েছে সব,
উপচে গেছে দুধের ফেনার মতো দিন

শব্দ জুড়ে জুড়ে উঠেছি আজ
সেই ট্রেনে

যেখানে গেলে ফেরে না কেউ….

তোমাকে

রেখে গেলাম।