Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

কস্তূরী সেন

#’কেন মোর গানের ভেলায়’

 

রিকশা, তিরিক্ষি মোড়, এত আলো সমস্ত বিকেল–
পরস্পর না তাকিয়ে পার হওয়া যথাবিধি ভূত ভবিষ্যৎ,
মেঘে মেঘে চমকাচ্ছে আজ অবধি শেষ হয়নি যা যা কিছু বাদ বিসম্বাদ…
এসব ভণিতা তাও,
বিকেলের আলোটি তো রণছোড়,
না তাকানো শেষ ছত্রে দুজনের মুখোমুখি অতুলপ্রসাদ!

#’জ্বালিব ঢালিব প্রাণের আরতি’

 

অসাক্ষাৎ, সমস্ত ভেঙে পড়া
অসাক্ষাৎ, বেশি রাতে না গোছানো পড়ার টেবিল
অসাক্ষাৎ, মেঝে জুড়ে ‘মানব না’ আঙুলের দৃঢ় আঁকিবুঁকি…
সকালে দেখেছে কেউ! বিকেলে দেখেছে কেউ?
দূরে থাকো, দূর
ও দেখার ভয়, আজ প্রতিটি অসাক্ষাৎ
দিলীপ রায়ের গানে দিলীপ রায়ের দেওয়া সুর।

#’কেমনে জানাব বলো শ্যামরায়’

 

পাঠকের হাতে দাও বর্ণমালা, পাঠক দেখুক
সে কিছু পড়শি যেন, আড়চোখে বুঝে নেবে ঠিক
কেমনে লিখিত হব, প্রভাবিত
কতটুকু প্রেমে আর সন্দেহেও, কবিসঙ্গে, লেখায় লেখায়–
আমার খাতাটি কিছু তোমার সেতার হোক, রজনিকাঙাল!
যেমন অখিলবন্ধু, আর নিশা দ্বিপ্রহরে তিলককামোদে তাঁর উথালপাথাল…