Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

আমাদের গ্রামখানি

লক্ষ্মণ ভাণ্ডারি

 

আমাদের গ্রামখানি অজয়ের পারে,
আছে এক ছোট দিঘি খেজুর দুধারে।
পূবেতে উদিল রবি সোনার বরণ,
গাছে গাছে গাহে পাখি হরষিত মন।

কাঁকন তলার মাঠে ফিঙে পাখি নাচে,
নদীধারে দুই পারে তালগাছে আছে।
নদীঘাটে আসে যত যাত্রীদের দল,
পিয়ালবনে মাঝিরা বাজায় মাদল।

তরণী আসিল যেই নদী কিনারায়,
নদীঘাটে আসে ছুটে যাত্রীরা সবাই।
কল কল নদীজলে কোলাহল হয়,
নদীতীরে সুশীতল সমীরন বয়।

আমাদের এই গ্রাম অতি মনোহর,
গাঁয়ে আছে ছোট নদী ছোট ছোট ঘর।