একান্ন শরীরে ভাঙো
১.
প্রতিটি সূর্যাস্তকে যদি তুমি
ফেরা বল
ধানের শরীরে প্রবল ক্ষিদে জমে ওঠে
মণ্ডপের অন্ধকার ভেঙে
পিছলে যাওয়া মুখোশ
আয়নার চোখ
আর কিছু অপাংক্তেয় সবুজ সংকেত নিয়ে
জেগে ওঠে পোষা বাঘ
যার প্রতিটি থাবা
প্লাস্টিকের প্যাকেটে মোড়া
অথচ কোনও নখ নেই
২.
ব্যারিকেড ভেঙে এগিয়ে আসা
শহরের মিছিল
ঋতুস্রাবের রঙে পতাকা সাজিয়ে নিচ্ছে
আর প্রতিটি জন্ম মাতৃহারা
হয়ে খুঁজছে
প্রবল শৈত্য প্রবাহ
খড়ের ইমেজ এখানে একমাত্র
সফল কোনও ওমের দাবিদার
হতে পারে ভেবে
তুমি প্লট সাজাচ্ছ
কোনও এক করুণ দেবীমুখ জেগে উঠছে
জরাজীর্ণ পৃথিবীতে
যে তোমাকে পিতা সাজিয়ে বসেছে