একরাম আলি

কিংবদন্তি

 

কিংবদন্তি এই
রজনী নিশীথবৃক্ষে থাকে, তার আদিম সংসার
অগোছালো অন্ধকারে ঢাকা নানা শাখা-প্রশাখায়
একা, বহু পোষ্য নিয়ে, অস্থিরতা নিয়ে, দায় নিয়ে
গহনে রজনী তবু মায়ের মতন একা – নিরুচ্চার

কত কথা মনে পড়ে, কত ধ্বনি, কত-না চিৎকার
মার্বেল গুলির মতো পোকা ওড়ে, ধাক্কা মারে আরেক পোকায়
জোনাকির দল শুধু মতের অমিলে ওড়ে, এক বিন্দু আলো
তাই নিয়ে ছুটে যায় অন্ধকার রজনীর এপার-ওপার

হিম পড়ে, মধ্যযামে সবাই ঝিমোয় আর আকাশে তারার
জন্ম দেখে, মৃত্যু দেখে, অকারণ চলাচল দেখে
শূন্যের নিজস্ব গুণে শূণ্য শুধু প্রসার পেয়েছে
নীচে, জোনাকির আলো- ছোটো-ছোটো তর্কের সঞ্চার

নিশীথবৃক্ষের নীচে চুঁয়ে পড়ে রাত – তার মাতৃরস, তরল আঁধার

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4596 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

Leave a Reply to পল্লব গ্রাহী Cancel reply