১. প্রতিটি সূর্যাস্তকে যদি তুমি ফেরা বল ধানের শরীরে প্রবল ক্ষিদে জমে ওঠে মণ্ডপের অন্ধকার ভেঙে পিছলে যাওয়া মুখোশ আয়নার চোখ আর কিছু অপাংক্তেয় সবুজ সংকেত নিয়ে জেগে ওঠে পোষা বাঘ যার প্রতিটি থাবা প্লাস্টিকের প্যাকেটে মোড়া অথচ কোনও নখ নেই
২. ব্যারিকেড ভেঙে এগিয়ে আসা শহরের মিছিল ঋতুস্রাবের রঙে পতাকা সাজিয়ে নিচ্ছে আর প্রতিটি জন্ম মাতৃহারা হয়ে খুঁজছে প্রবল শৈত্য প্রবাহ খড়ের ইমেজ এখানে একমাত্র সফল কোনও ওমের দাবিদার হতে পারে ভেবে তুমি প্লট সাজাচ্ছ কোনও এক করুণ দেবীমুখ জেগে উঠছে জরাজীর্ণ পৃথিবীতে যে তোমাকে পিতা সাজিয়ে বসেছে
চারটি কবিতা 'অন্ধকারের উৎস হতে' কোথাও বিপুল হই আরো ভাঙা চালে জেগে ওঠে মথের শরীর ক্রমশই নিভে যায় আষাঢ়ের চাঁদ হাঁটে কেউ আবছায়া চিনিনা কখনও তাকে ভালোবাসা ভেবে নিমগ্ন প্রকারে জাগায় আমাকে বারংবার মধুডাঙাতীরে খানিক বসো! কথা আছে 'অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে' শীতবনে একা পড়ে আছি …
পাঁচটি কবিতা অনির্বাণ আমি তো তোমার কাছে প্রেমিক বারুদ পাঠিয়েছি এখন নীরব রাত, গুঁড়ি মেরে আছে লুনাটিক হয়তো তোমার শব্দে এত চাঁদ কখনও পড়েনি ঘন ঘন ওই চোখে তাকিও না, বড় বেশি টানাটানি হয় মেঘের ভিতর দিকে তোমার সমাধি আমি জানি এই পথ শুধুই আঁধারে যায়, একা কৃষ্ণ…
ধন্যবাদ প্লাটফর্ম এর কলাকুশলীদের। শুভ কামনা সকলের জন্য। লেখা পাঠানোর নিয়মাবলী জানালে বাঁধিত হবো।–প্রদীপ মণ্ডল।