ফটোগ্রাফি চর্চা : ছবিতে ইতিহাস

কৌশিক মজুমদার

 

১৮২৬ সালে নিজের ছাদ থেকে একটা ফোটো তুলতে নিপসের লেগেছিল প্রায় চার ঘণ্টা। ভাবা যায়!! তার কিছুদিন পরে, ১৮৩৯ সাল। ফিলাডেলফিয়ার অ্যামেচার রসায়নবিদ তথা ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস নিজের বাড়ির মুদি দোকানের পিছনে একটা ক্যামেরা বসিয়ে, তার ঢাকনা খুলে ছবি তোলার প্ল্যান করলেন। কিন্তু কি মুশকিল! সে সময় বাড়িতে কেউ নেই। অগত্যা ঢাকনা খুলেই ক্যামেরার সামনে ঠায় এক মিনিট পাথরের মতো বসে থাকলেন তিনি। তারপর লেন্স বন্ধ করে ছবি ডেভেলপ করে দেখলেন দিব্যি এসেছে তার ছবি। দাগেরোটাইপ সেই ছবির পিছনে তিনি লিখলেন “The first light Picture ever taken. 1839.” পৃথিবীর প্রথম সেলফি। এই দাগেরোটাইপ ছবির আবিষ্কার করেন ফরাসি দেশের জে এম দেগারে। এই পদ্ধতিতে রুপোর প্রলেপ দেওয়া পাতের উপর ছবি তোলা হত। তাই রুপো খসে গেলে ছবিও নষ্ট হয়ে যেত। ক্যালোটাইপ পদ্ধতির আবিষ্কারক ট্যালবটের সে সমস্যা ছিল না। তাঁর নেগেটিভ থেকে ইচ্ছেমতো পজিটিভ বানানো যেত।

তখন ছবি তোলা রীতিমতো এক ঘটনা ছিল। একটুও নড়লেই ছবি খারাপ হয়ে যাবে। তাই স্ট্যান্ড থাকত, যাতে গলা মাথা সব আটকে ছবি তোলা হত। এক একটা ছবি তুলতে আধ ঘণ্টা লাগত। বিখ্যাত সব মানুষের ছবিও এই সূত্রেই পেয়েছি আমরা। বিখ্যাত দুই বাঙালির ছবির গল্প না করলেই নয়। রামকৃষ্ণের সবচেয়ে পরিচিত ছবিটি (যাতে তিনি জোড়াসনে বসে) তোলা হয়েছিল গ্লাস প্লেটে। হাত থেকে পড়ে নেগেটিভটা ভেঙে যায়। অগত্যা অন্য কাচ নিয়ে সেখানে লাগানো হয়। এখনও মূল ছবির পিছনে সেই গোল দাগ দেখা যায়। রাধাবাজারে বেঙ্গল ফটোগ্রাফার্স-এর স্টুডিওতে ঠাকুরের দাঁড়ানো ছবিটাও বিখ্যাত। দ্বিতীয় গল্প বিদ্যাসাগরের। শরৎচন্দ্র সেনের ফটোগ্রাফের দোকান ছিল দিল্লিতে। একেবারেই পসার জমাতে পারেননি। কি আর করা!! চলে এলেন কলকাতা। ছোট একটা দোকান দিলেন গভর্নমেন্ট হাউসের পূর্ব দিকে। কিন্তু লাভের বেলায় ঘণ্টা….

এদিকে ১২৯৮ সালের ১২ শ্রাবণ (১৮৯১ সালের ২৯ জুলাই) রাতেই বিদ্যাসাগর মারা গেলেন। ভাইয়েরা চাইলেন যত তাড়াতাড়ি হোক মৃতদেহ যেন নিমতলা ঘাটে সৎকার হয়। সূর্য ওঠার আগেই একজন ধরে নিয়ে এল শরৎচন্দ্রকে। তিনি তেপায়া ক্যামেরা নিয়ে শ্মশানে হাজির। বিদ্যাসাগরের এই ছবি তোলার সময় তাঁর মুখটা দেখা যাচ্ছিল না, তাই এক ভাই মৃতদেহকে ঠেলে উপরের দিকে তুলে দেন।

তারপর কী হল? সেটা সেনবাবুর কথাতেই শোনা যাক — “তৎকালে ধনাঢ্য লোকের তো কথাই নাই, মধ্যবিত্ত গৃহস্থ পর্যন্ত এই ছবি কিনিয়া গৃহে রাখিয়া দিয়াছিলেন…. দিল্লিতে থাকিয়া যে লোকসান দিয়াছিলাম, কলিকাতায় আসিয়া বিদ্যাসাগর মহাশয়ের কৃপায় তাঁর চতুর্গুণ লাভ করিয়াছি। একটি কথা আপনাদিগকে প্রাণ ভরিয়া বলিতেছি, বিদ্যাসাগর মহাশয় জীবিত থাকিয়া অনেকের অনেক উপকার করিয়াছিলেন, কিন্তু মৃত্যুর পরেও তিনি আমার এই পরম উপকার করিলেন!”

যাই হোক বিশ্ব ফটোগ্রাফ দিবস গেল ১৯শে আগস্ট। সেই উপলক্ষে রইল তেমন কিছু ঐতিহাসিক ছবি আর তাঁদের কথা। এগুলো দেখে বাঙালি যদি আবার ফটোগ্রাফি চর্চায় আগ্রহী হয়, তবেই এ চেষ্টা সার্থক।

পিন হোল ক্যামেরা বা ক্যামেরা অবসকিউরা

১৮২৭ সালে নিপসের জানলা থেকে তোলা প্রথম ফটোগ্রাফ

উইলিয়াম হেনরি ফক্স ট্যালবট (১৮৬৪)

দাগেরোটাইপ ক্যামেরার সরঞ্জাম

দাগেরোটাইপ ছবি

কোডাক ক্যামেরার বিজ্ঞাপন

দিসদেরির “কার্ত দ্য ভিজিত” 

জর্জ ইস্টম্যান

কাঁতিয়ের ব্রেশোঁর তোলা ভারতবর্ষের ছবি

ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা বরফের কণার ছবি

ফেলিস বিয়েতোর তোলা সিপাহী বিদ্রোহের দুষ্প্রাপ্য ছবি

১৮৩৭ সালে তোলা প্রথম দাগেরোটাইপ ফটোগ্রাফ

১৮৩৯ সালে ফিলাডেলফিয়ার রবার্ট কর্নেলিয়াসের তোলা প্রথম ফটো পোর্টেট বা সেলফি

১৮৪৪ সালে ট্যালবট স্থাপিত প্রথম ফটোগ্রাফির দোকান

১৮৫০ সালে জে টি জিলির তোলা ক্রীতদাসের ছবি (দাগেরোটাইপ)

গ্রন্থচিত্রণে ফটোগ্রাফ ১৮৪৭ সালে ওয়াল্টার স্কটের “দ্য অ্যান্টিকুয়ারি” গল্পের জন্য ছবিটি তোলেন হিল ও অ্যাডামসন

ছাব্বিশ বছর বয়সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুষ্প্রাপ্য ছবি 

১৩১২ সালের ৩০ আশ্বিন হেমেন্দ্রমোহন বসুর তোলা এই ছবিতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে 

প্রথম উড়োজাহাজের ছবি রাইট ভাইয়েরা

১৮৬৫ সালে বেলুন চেপে নাদার ও তাঁর স্ত্রীর সেলফ ফোটো

প্রথম রকেট ও সেখান থেকে তোলা ছবি

ক্রিকেট খেলার প্রথম ছবি (১৮৫৭ সালে, রজার ফেন্টনের তোলা)

১৮৬৮ সালে তোলা রয়্যাল ইঞ্জিনিয়ার ফুটবল টিমের ছবি

১৮৬৮ সালে গিসেপ্পো মনটির গিলোটিনে হত্যার ছবি

রোজালিন ফ্রাঙ্কলিন ও রেমন্ড গসলিং-এর তোলা ডি এন ছবি

রন্টজেনের তোলা প্রথম এক্স রে ছবি

প্রথম মন্তাজ ছবি (ফক্স ট্যালবট)

১৯৮৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোতে পরমাণু বোমা বিস্ফোরণের ছবি

প্রথম নেগেটিভ

১৯৬৯এর ১০ জুলাই চাঁদে মানুষের পায়ের ছবি (তুলেছেন এডউইন অলড্রিন)

ফটো তোলার হেডস্ট্যান্ড

হেডস্ট্যান্ডে ফটো তোলা নিয়ে পাঞ্চের কার্টুন (১৮৯২)

চোরাবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ (প্রমদাসুন্দরী)

লালা দীন দয়াল

লালা দীন দয়ালের নামে ধাতব প্রচার ট্যাবলেট

লালা দীন দয়ালের তোলা ছবি

প্রথম বাঙালি মহিলা ফটোগ্রাফার অন্নপূর্ণা দত্ত

বোর্ন এন্ড শেপার্ডে তোলা দার্জিলিং-এর বাতাসিয়া লুপ

ক্যালকাটা আর্ট স্টুডিওতে তোলা ছবি

রাজা বীরচন্দ্র মাণিক্য। স্ত্রী সহ।

ঠাকুর পরিবার। জ্ঞানদানন্দিনী, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও কাদম্বরী

রবীন্দ্রনাথের প্রথম ছবি

বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ (ছবি- সুকুমার রায়)

রঘুপতির সাজে রবীন্দ্রনাথ

শ্মশানে তোলা বিদ্যাসাগরের ছবি

রামকৃষ্ণের ছবি। কেশব চন্দ্র সেনের বাটিতে সমাধিস্থ অবস্থায় তোলা

রামকৃষ্ণের ছবি। কলকাতার রাধাবাজারে দ্য বেঙ্গল ফটোগ্রাফার্স স্টুডিওতে তোলা

রামকৃষ্ণের ছবি। মৃত্যুর পর।

তাঁতিয়া ভীলের ছবি

ইংরেজেদের হাতে বন্দি ক্ষুদিরামের ছবি

সত্যজিৎ রায়ের শিশু বয়সের ছবি 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4596 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

Leave a Reply to অংশুজিৎ ভট্টাচার্য্য Cancel reply