রইল কিছু স্মৃতি আর সংগ্রামের দাগ…

তন্ময় ভাদুড়ি

 

ঊনত্রিশ দিনে পৌঁছে শেষ হয়ে গেল এসএসসি কর্মপ্রার্থীদের অনশন। বলা ভাল, শেষ করে দেওয়া হল। আচরণবিধির ফাঁসে ও পুলিশের হুমকিতে। জয় এল না। তবে জয়ের আশ্বাস এল। নির্বাচনের পরে আশ্বাসভঙ্গ হলে আবার ফিরবেন ওঁরা, এই প্রতিজ্ঞাটুকু রইল। প্রায় একমাস মেয়ো রোডে কাটিয়ে অসুস্থ অপুষ্ট শরীর নিয়ে ঘরে ফিরবেন ওঁরা। দুজন মা তাঁদের আদরফুলকে ফেলে গেলেন এই যুদ্ধক্ষেত্রে। পড়ে রইল হাওয়ার রাত। কান্না আর খিদে। ত্রিপলের আড়াল। আড়ালহীনতাও। রইল স্মৃতি আর সংগ্রামের দাগ। শেষের দিনে এসে সেই যাপনের কিছু মুহূর্ত আমরা ধরে রাখলাম তন্ময় ভাদুড়ির ক্যামেরায়।

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5006 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...