গুচ্ছ কবিতা ব্রাশ বিখ্যাত হতে চাওয়া কোনও জুতোই পথকে আড়াল করতে শেখেনি দূরত্ব পালিশ করে চকচকে কোনও রাস্তায়, আমরা আদতে ফেলে দিই অব্যবহৃত ব্রাশ কোজাগরী ১ ঘুমের ভিতর যে কল করল আর স্বপ্নের ভিতর যে কেটে দিল; তারা দু-জন রাত বেচে একটা নৌকা কিনেছিল। তাদের ইচ্ছে ছিল কোনও…
সৈয়দ কওসর জামাল লেখক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক। দীর্ঘদিন প্রসারভারতীতে রেডিও ব্রডকাস্টারের দায়িত্ব সামলেছেন। বিশ্বভারতীর আমন্ত্রিত অধ্যাপক ছিলেন। বর্তমানে টেকনো ইন্ডিয়ায় মিডিয়া স্টাডিজের আমন্ত্রিত অধ্যাপক। ১৯৭১ সালের শেষদিকে কোনও এক বিকেলে কফিহাউসের টেবিলে শম্ভু রক্ষিতের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সে বছরই ওর প্রথম কাব্যগ্রন্থ ’সময়ের কাছে…
সাতটি কবিতা (পুরুলিয়া সিরিজ থেকে) বড়ন্তী যেতে যেতে রাস্তা বাঁদিকের একটা সুঁড়িপথে ঢুকে পড়ল, ছবি আঁকা বাড়ি, আর পলাশ গাছ, আর কিচ্ছু মনে নেই, যেহেতু খিদে পেয়েছিল। যেহেতু খিদে পেয়েছিল আর খাবার টেবিলে বসতে গেলেই তুমুল স্যানিটাইজার আমাদের তছনছ করে দিচ্ছিল আর ওয়াচ টাওয়ারের হাওয়া আমাদের ডাকছিল, অত উঁচুতে…