মনোজ দে-র কবিতা

নিষিদ্ধ সিরিজ

 

১.

আমার সম্পর্কে অন্যের যা অভিমত
রোজ নিয়ম করে তা বলো; তৃষ্ণা বেড়ে যায়, লোভও

ভাবি একটা পথ, তুমি হেঁটে আসছ
এভাবে কখনই দূরত্ব কমে না
শুধু সংবরণ থেকে দূরে সরে যাই

জেদ নয়, আমাদের মধ্যে কিছু একটা সর্বনাশ হোক

২.

এই দশটা পাঁচটার জীবনে
তুমি চাও অবসর, কিছু খ্যাতি

দুজনে একান্তে হাঁটতে বেরোলে, আঙুল যেন
অটোগ্রাফে ভরে ওঠে

কবি চায় দৃশ্য, শেষ বইয়ের বাহান্নতম
পৃষ্ঠায় সংসার ছেড়ে আসা নতুন পাঠিকা

৩.

আমারই বইয়ের কবিতা, আঙুল ছুঁয়ে ছুঁয়ে
আমাকে পড়াচ্ছ – এই দৃশ্যে থেমে যেতে হয়

কোনও ভুল নেই। স্বচ্ছ ব্যাকরণ
আমাদের বড়োজোর অসাবধানতা শেখাতে পারে

৪.

অনেক বিখ্যাত গায়িকার সাথে
তোমার নামের মিল

যথেষ্ট রেওয়াজ তোমারও রয়েছে
শাস্ত্রীয় সংগীতে সেকেণ্ড ইয়ার। তাই
খুব বেশি মেলামেশা নয়

দুটি ভিন্ন ঘরানার মানুষ সুর ও শব্দে
কমিউনাল হয়ে ওঠে

৫.

চলো, সর্বনাশ ভুলে যাই
যুগলবন্দীতে যদি কিছু উপহার দিয়ে যেতে পারি

মানুষ মরণশীল -এই অতিরিক্ত শব্দের তলায়
লিখে যাবো তোমার চিবুক, ওষ্ঠ, আর নিষিদ্ধ কনসার্ট

About চার নম্বর প্ল্যাটফর্ম 4659 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...