নিষিদ্ধ সিরিজ
১.
আমার সম্পর্কে অন্যের যা অভিমত
রোজ নিয়ম করে তা বলো; তৃষ্ণা বেড়ে যায়, লোভও
ভাবি একটা পথ, তুমি হেঁটে আসছ
এভাবে কখনই দূরত্ব কমে না
শুধু সংবরণ থেকে দূরে সরে যাই
জেদ নয়, আমাদের মধ্যে কিছু একটা সর্বনাশ হোক
২.
এই দশটা পাঁচটার জীবনে
তুমি চাও অবসর, কিছু খ্যাতি
দুজনে একান্তে হাঁটতে বেরোলে, আঙুল যেন
অটোগ্রাফে ভরে ওঠে
কবি চায় দৃশ্য, শেষ বইয়ের বাহান্নতম
পৃষ্ঠায় সংসার ছেড়ে আসা নতুন পাঠিকা
৩.
আমারই বইয়ের কবিতা, আঙুল ছুঁয়ে ছুঁয়ে
আমাকে পড়াচ্ছ – এই দৃশ্যে থেমে যেতে হয়
কোনও ভুল নেই। স্বচ্ছ ব্যাকরণ
আমাদের বড়োজোর অসাবধানতা শেখাতে পারে
৪.
অনেক বিখ্যাত গায়িকার সাথে
তোমার নামের মিল
যথেষ্ট রেওয়াজ তোমারও রয়েছে
শাস্ত্রীয় সংগীতে সেকেণ্ড ইয়ার। তাই
খুব বেশি মেলামেশা নয়
দুটি ভিন্ন ঘরানার মানুষ সুর ও শব্দে
কমিউনাল হয়ে ওঠে
৫.
চলো, সর্বনাশ ভুলে যাই
যুগলবন্দীতে যদি কিছু উপহার দিয়ে যেতে পারি
মানুষ মরণশীল -এই অতিরিক্ত শব্দের তলায়
লিখে যাবো তোমার চিবুক, ওষ্ঠ, আর নিষিদ্ধ কনসার্ট
লেখাটি ভালো লাগলে ছড়িয়ে দিন... Like this: Like Loading...
পড়ে দেখতে পারেন...
মনোজ দে-র কবিতা প্রিয় ফেব্রুয়ারি এপ্রিলে দাঁড়িয়ে তোমাকে ভাবতে ভাল্লাগে। সেসব পশমের দিন। শীতঘুম। স্নানের অজুহাত। রোদ পোহাতে পোহাতে যেসব দুপুর ছোট হয়ে আসে। বরফের ভিড়। তারা কি আদর বোঝে না? বোঝে না, স্রেফ ভালবাসা বাবদ তোমার আয়ু থেকে দুদিন কেটে নেওয়া হল। শিল্পদাগ এ দেশে সেলাই …
December 1, 2019 বিশ্বদীপ চক্রবর্তী মনোজ ঘুমাচ্ছিল, পাশে সুমিতা। দুজনে দুইদিকে মুখ ফিরিয়ে। রাতে শুতে যাওয়ার আগে যদিবা একটু খোঁটাখুঁটি, তারপর মুখ আর ফেরেনি কারও। বন্ধ বাতাস ঘেমো গন্ধ নিয়ে ঘরের আনাচেকানাচে লেপটে। বাপের আমলের পুরনো ফ্যানটা ঘুরছে ঘ্যাসঘ্যাস। সুমিতার শরীরটা দয়ের আকারে গুটিয়ে, নরম হয়ে যাওয়া শাড়িটার ভাঁজ যেমন কে তেমন।…
November 10, 2021 জয়রাজ ভট্টাচার্য মনোজ মিত্র উৎপলের মতো প্রোপাগান্ডিস্ট ছিলেন না। বাদলের মতো নাটকের বিকেন্দ্রীকরণ করার দায়িত্ব নেননি। গিরিশ কারনাডের মতো মিথোলজির রিইন্টারপ্রিটেশান ওঁর নাটকে অত সচেতন প্রয়াস হয়ে ওঠেনি। তেন্ডুলকরের মতো কনফেশনাল মডার্নিজমও মনোজ মিত্রর মাঠ নয়। মনোজ মিত্র সহজ নাটক লিখতে চেয়েছেন। সহজ কিন্তু খেলো নয়। কোনও তীব্র মতাদর্শের…
January 22, 2025