চামচে করে খাইয়ে দেওয়া শরীর আমার।
কোথায় খুঁজব এ প্রশ্নপত্রের দাবি?
ভেবে ভেবে মাথা যেন চলছে না আর
কেঁদে কেঁদে ভগবানে দিলাম হেলান
তা বলে আমার শিরদাঁড়া নেই,
কে বলে এমন কথা, কোন সাহসে?
হয়তো তা একটু নরম, অল্পে যায় বেঁকে।
তাই একটু ঈশ্বরে হেলান দিতে লাগে
কারককে খুঁচিয়ে এত কী উদ্ধার করো ভাই?
দেখো না কেমন সুখ, আন্দোলন ভুলে
সময়ে সময়ে খাবার খড়টুকু মেলে।
মাঝেমধ্যে যদি কোনও ঝড় ধেয়ে আসে
ভয় নেই, ভগবানের খুঁটিটা তো আছে
আর আছে তার আমার রজ্জুর যোগ।
মৃণাল চক্রবর্তী পূর্ব প্রকাশিতের পর ১০ এখানেই থেকে গেলে পারতে।– পুল্টুশের গলা শুনে মনে হল সদ্য ঘুম থেকে উঠে এসেছে।– এই বয়েসে এমন বন্ধু পাওয়া খুব শক্ত। --তুমি আবার বন্ধুত্বের ব্যাপার কবে থেকে জানা শুরু করলে? তোমার বন্ধু কে?— আমি গাড়ির পেছনের সিটে বসে ঢুলছিলাম। --আমিই তো সব চেয়ে…
ষষ্ঠী মুন্ডা দেশের যা অবস্থা দেখি টিভিতে, এই যে অন্যায়ভাবে মানুষ মানুষকে আক্রমণ করছে নানাভাবে, মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই, এসব তো একেবারেই ভাল লাগার কথা নয়। আমার ব্যক্তিগত এ-ধরনের কোনও সমস্যা না হলেও দেশের পরিস্থিতি যে ভাল না, তা বুঝতে পারি দেশের যা অবস্থা দেখি টিভিতে, এই…
সুমন গুণ চাবিটা রুদ্রর হাতে দিয়ে কেয়া বলল, খুব যত্ন করে রাখবেন। রুদ্র কথাটা শুনল সামনের দিকে তাকিয়ে। পেছনে, মেয়েদের সিটে বসে আছে কেয়া। কেয়ার মুখের দিকে যে তাকাতে পারল না তখন, সেই আক্ষেপ তার যখনই এই মুহূর্তটি মনে পড়ে, সে টের পায়। মনে হয় মুহূর্তটি নষ্ট হয়ে গেল। আবার,…