হেলান

সংহত সরকার

 

পরীক্ষার প্রশ্ন দেখে আঁতকে ওঠে মন

চামচে করে খাইয়ে দেওয়া শরীর আমার।
কোথায় খুঁজব এ প্রশ্নপত্রের দাবি?
ভেবে ভেবে মাথা যেন চলছে না আর
কেঁদে কেঁদে ভগবানে দিলাম হেলান

তা বলে আমার শিরদাঁড়া নেই,
কে বলে এমন কথা, কোন সাহসে?
হয়তো তা একটু নরম, অল্পে যায় বেঁকে।
তাই একটু ঈশ্বরে হেলান দিতে লাগে

কারককে খুঁচিয়ে এত কী উদ্ধার করো ভাই?
দেখো না কেমন সুখ, আন্দোলন ভুলে
সময়ে সময়ে খাবার খড়টুকু মেলে।
মাঝেমধ্যে যদি কোনও ঝড় ধেয়ে আসে
ভয় নেই, ভগবানের খুঁটিটা তো আছে
আর আছে তার আমার রজ্জুর যোগ।

Be the first to comment

আপনার মতামত...