অথবা বসন্ত

তিথি রায়

 

বল তুমি খুনী,
শাসক, তুমি হত্যাকারী
হ্যাঁ তুমিই,
জবাব দাও আজ…

শাসক, তোমার পতাকায়, দেওয়ালে
বিছানায় চাপ চাপ রক্ত,
সাদা রং লেপে চলছে ক্রমাগত।
রক্ত ঝরতে ঝরতে
একদিন তোমার বাগানেই রক্তের ফোয়ারা উঠবে
তবেই তুমি ভয় পাবে,
ভীষণ ভয়,
তখন দিল্লির ন’ বছরের শিশুটা
খিলখিল করে হাসবে
কাশ্মীরের উপত্যকা টিউলিপে ছেয়ে গেছে,
অসমে বৃষ্টি হবে আজাদি,
আর তুমি হাঁটু মুড়ে বসে
থরথর করে কাঁপছ, ভীষণ ভয় পাচ্ছ।

আজ পৃথিবীর যা কিছু শুভ
সবটা দিয়ে তোমার মৃত্যু কামনা করি,
আজ যে যেখানে যত শিশু
সবার অস্ত্র সাক্ষী হোক সেই মৃত্যুর,
সেই ধ্বংসের অথবা আরেকটা বসন্তের।

Be the first to comment

আপনার মতামত...