চার্লস বুকাওস্কি অনুবাদ : শুভঙ্কর দাশ নবম পর্বের পর ১০/৩১/৯১ দুপুর ১২টা ২৭ মিনিট একটা খুব খারাপ দিন গেল ঘোড়দৌড়ের মাঠে, এমন নয় যে প্রচুর টাকা পয়সা গেছে আমার, হয়ত একটা রেস জিতেও জেতে পারতাম কিন্তু ওখানে অনুভূতিটা ছিল অসহ্য। কিছুই নাড়া দিচ্ছিল না। যেন আমি জেলে বন্দি,…
চার্লস বুকাওস্কি বাংলায়ন : শুভঙ্কর দাশ (চতুর্থ পর্বের পর) ৯/২৬/৯১ রাত ১১-৩৬ নতুন বইটার একটা নাম। ঘোড়দৌড়ের মাঠে বসে ভাবছিলাম একটা নাম। ওই এক জায়গা যেখানে ভাবা যায় না। ওটা তোমার মস্তিষ্ক আর মনন চুষে খায়। চুষে মাল বের করে দেওয়ার মতো জায়গা ওটা। আর আমি অনেক রাত ঘুমোচ্ছিলাম না। কিছু…