দুটি কবিতা

অরিজীৎ শূর

 

পিঁপড়ে কথা

মাঝে মধ্যেই
ভিজে মাটির উপর বসে পড়ে
পিপড়ের সাথে কথা বলি৷

একটু বৃষ্টিতেই তো
কত বিপদ ওদের!

তখন পাশে দাঁড়ানোর মতও
কেউ থাকে না৷

সৌখিন ঘরগুলোতে
ওরা ঢুকলেই
কারা যেন বিরক্ত হয়…

তাই বন্যার আগে
ওরা মৃত্যু দাগ কাটতে কাটতে চলে যায়

সৌখিন দেওয়াল-গুলোর উপর থেকে৷

 

তারপর

তারপর
কেটে গেছে অনেকদিন
আকাশ থেকে নেমে এসেছে চিরকুট

বিকেলবেলার ঘুরির মত
জেব্রা নীল…জেব্রা নীল

Be the first to comment

আপনার মতামত...