কয়েকটি শাইকু

কয়েকটি শাইকু । অরুণাংশু ভট্টাচার্য

অরুণাংশু ভট্টাচার্য

 

শাইকু  ৬

সব যদি ভেঙে পড়ে তোমার ওই মোকামের দিকে
স্তব্ধ হোক সমাজসংসার
নিরর্থকতার দিকে ধাবমান সৌরকণাগুলি

 

শাইকু ৭

অনন্তে ভেসেছে নিদ্রা
সেই টুকরো হয়ে ঝরে পড়া
অথচ স্বাধীন হাত ছুঁয়ে যায় অজানা মকর

 

শাইকু ৮

এ এক অদম্য নেশা
আমি কত নেমে যেতে পারি,
কত নিচে নেমে গেল সুখী হই নিজেও জানি না

 

শাইকু ৯

চৈতন্য কখন হয়, সবকিছু ধংস হয়ে গেলে?
স্মৃতি ঘুরে ঘুরে আসে, নাম—
ঝড় ওঠে, নষ্ট হয়ে যায় মন, হয়ে যেতে থাকে

 

শাইকু ১২

প্রভাতে উঠিয়া আমি ভাবি মনে মনে
কাহাকে হোয়াটস করি অতি সযতনে
দেখা নাই… তবু ফোন… বন্দি করোনায়
হইল ভিখারির দশা, উন্মাদের প্রায়

 

শাইকু ১৩

দূরত্ব কি অবয়ব, কেউ আছে মধ্যবর্তী হয়ে
ঘরের দিকেই যাওয়া—
ঘরে যদি এত রং, এতসব ভিন্ন ক্যালেন্ডার…

 

শাইকু ১৪

শত্রু করে তোলা প্রয়োজন
কেননা তাকে ঠিক দেখাই যায় না
ভেবে আনন্দিত হলে মনের প্রশান্তি অপার…

 

[‘শাইকু’ কবির নিজের উদ্ভাবিত একটি ফর্ম। শায়েরি আর হাইকুর অন্তর্গত সুরকে মিলিয়ে তৃতীয় একটি বিন্যাসকে পরীক্ষামূলকভাবে ছুঁতে চাওয়ার প্রয়াস। একটি দীর্ঘ সিরিজের অন্তর্গত কয়েকটি অংশ কবি নিজেই বেছে দিয়েছেন]

About চার নম্বর প্ল্যাটফর্ম 4649 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...