সাতসকালে এমন খবরের পর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া,
(আমি) প্রচণ্ড মর্মাহত
তাঁর মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি অমিত শাহের
টুইট,
দুঃখ প্রকাশের ভাষা
নেই
রেলমন্ত্রীর টুইট, এ বার থেকে
রেললাইনে
হাঁটবেন না
মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ সরকারের তরফে
মৃত শ্রমিকদের জন্য
৫ লক্ষ টাকা করে
ক্ষতিপূরণের
ঘোষণাও হল।
ইতি-বৃত্ত
বৃহস্পতিবার রওনা
হাঁটা শুরু
ঘুম রেললাইনের উপরেই
কিছুটা দূরে তিন জন
মালগাড়ি
শুক্রবার ভোর
উৎস – https://www.anandabazar.com/national/lockdown-india-migrant-workers-ran-over-by-train-in-maharashtra-16-killed-1.1147213
তিনটি কবিতা পথিকের মনোলগ ১. ঘড়ি থেকে কাঁটা খুলে রাখা আছে আলগোছে। একটি সন্ধ্যা, দিকচিহ্নহীন, উড়ে আসে। কার্নিসে ভালোবেসে বেঁধে ফেলা ঘরের মৃতদেহ, কান্নার দমকে কেঁপে ওঠে পর্দার লজ্জা। এইসব ভুলে গিয়ে বারেবারে ঠিকানা বদলে যায়। ২. মাঠ পড়ে আছে মৃত সরীসৃপের মতো। দূরে বুকফাটা ঢাক বেজে চলে…
জোছনা করেছে আড়ি ১. একটা লম্বা ছুটির দরখাস্ত লিখছি। এতটাই লম্বা যে সারাজীবন লেগে যাচ্ছে… ২. শ্যাওলার সর পড়ে থাকে। দুটো ডাহুক আর তাদের সংসার, কিছু নিস্পৃহ বক। আমি দেখি। জলে ভেসে যেতে ইচ্ছে হয়। কিন্তু কোথায় তা ঠিক করিনি। ৩. গরমের ছুটিতে পাহাড়ে নয় সমুদ্রে, অথবা…