বিধান জানা
মনের দেওয়াল ভাঙা
তছনছ সাজানো সংসার
ভাঙাচোরা পথঘাট
তার মাঝে পদচিহ্ন কার
কার নগ্ন পায়ে পায়ে
অলিন্দ নিলয় কাঁপে
কার চোখে ডোবে মহাকাশ
নিদ্রাহারা মাঝরাতে
কার তরে স্থবির নিঃশ্বাস
ফুটেছে রজনীগন্ধা
গন্ধ তার মেখেছ খোঁপায়
হলুদ শাড়ির ভাঁজে
সূর্য ডোবে অনন্ত নিদ্রায়
মনের দেওয়াল ভাঙা
অন্তরে আলোর আলপনা
এঁকেছ নিজের ছবি
তবু তুমি কিচ্ছু জানো না ।
লেখাটি ভালো লাগলে ছড়িয়ে দিন... Like this: Like Loading...
পড়ে দেখতে পারেন...
বচন নকরেক এখনো তোমাকে মনে পড়লে না খেয়েই ঘুমিয়ে পড়ি একসময় সারাদিন এপারা-ওপারা ঘুরে , মদ-মাতাল জ্যোৎস্না ঢালা সন্ধ্যায় বাড়ি ফিরে তোমাকে পেতে চাইতাম! পাশের বাড়ি থেকে সু-স্বাধু রান্নার গন্ধ নিয়ে ধোঁয়া আসত বারান্দায় যেখানে বেঞ্চে পা ছড়িয়ে দিয়ে বসে থাকতাম একাকী- আমার মনে পড়ত তোমাকে, আর কাছে পেতে…
October 28, 2019 বিধান জানা ধূলো পায়ে হেঁটে গেছো কত পথ কত রাত কেটে গেছে নিদ্রাহীন দেশে টাইগার হিলে জানি সূর্য খোঁজোনি তাকে শুধু চেয়েছিলে বুকের ভিতর সেই চোখ মুখ ঠোঁটে আলো খুঁজে কেটে গেছে কাল বাতাসে রাতের গন্ধ চেনা মুখ অসীম সুদুরে সেতু বাঁধা হল না তো চোরাবালি চোখের ভিতরে ।
June 13, 2020 রোদ্দুর মিত্র কাঠফাটা রোদের মধ্যে ঠায় বসে আছে একটা দাঁড়কাক। অনেকক্ষণ ধরে জলের জন্যে হাপিত্যেশ করে মরছে সে। কখন টাইমকলে জল আসবে, কখন ভিড় জমবে, কখন ঘোষবাড়ির নতুন বউয়ের কেচ্ছা শুনতে শুনতে বালতির জল উপচে পড়বে— এ এক বিচিত্র অপেক্ষা। ঘরমুখো জলের বালতি-গামলা-ঘড়াগুলোকে একটা কর্কশ ভেংচি কেটে, টাইমকলের মাথায়…
September 10, 2021