দীপঙ্কর বেরা
কি রে ভগা তুই কি আনলি?
কি এনেছি তা কি আর খুলে দেখেছি। এবার দেখছি। আর তুই?
মিলার বলার আগে মিনু বলে কি এনেছি এসব কোন কথা নয়। খোল বস। আর শুরু কর।
পেঠা বেশ চটপটে। ওইই আগে থেকে এসে বসে আছে। বলে কখন থেকে বসে আছি। পেটে ইঁদুর দৌড়চ্ছে।
বলতে বলতে নন্দা এসে হাজির। বলে না। পেলাম না। যা পেয়েছি সব রান্না করতে হবে।
ঠিক আছে বলে ভগা সবচেয়ে বয়সে বড়। ও ভাগ করে দিল। সকাল সকাল উঠে ওদের একটাই কাজ এই লকডাউনে কোথায় খাবার দিচ্ছে তাই খোঁজ করা। যে যেখানে যা পায় তাই নিয়ে জড় হয় এই ফ্লাই ওভারের নিচে। তারপর সবাই ভাগ করে খায়। না পেলে জল খেয়েই কাটিয়ে দেয়।
আজ পেট পুরে খেয়ে একটা ঢেকুর তুলল মিলা। যোগ দিল মিনু। সবাই খি খি হি হি হো হো করে হাসল।
পেঠা বলল – দেখ, আমাদেরও বাঁচতে হবে। তাই আমরা এভাবে একসাথে জড়িয়ে হাসব কাঁদব বাঁচব।
ওদের হল্লা শুনে রাস্তার দু একজন ও ফ্ল্যাটের মানুষজন জানলা খুলে বোধ হয় ওদের দেখছে।