সুদেষ্ণা মৈত্র ১ তুমি যদি আস্থাশক্তি বলো আমি তবে মৌচাকে মধু সামলাব পায়ের আঙুল ধরে ছিন্নভিন্ন রেণু কচলে উঠিয়ে দেব কৃষ্ণগন্ধ ছাপ। দুমিনিট নীরবতা জানে— কতগুলি ভারবাহী দেহ কাঁধ জুড়ে মেলে রাখে নিজেদের লাশ তুমি যদি অন্ধভক্তি বলো আমি তবে লিখে দেব রুজি-রোজগার ওপাড়ার বুনো জাঁতাকলে গান বাজে নাচ…
রিমি মুৎসুদ্দি "চিজ কর্ন স্যান্ডুইচ আর একটা এক্সপ্রেসো" মোবাইল থেকে মুখ না তুলেই বিতান অর্ডারটা দিল। ইন্সটাগ্রামে সুদেষ্ণার ছবিগুলোয় লাইক দেওয়ার ফাঁকে অস্থিরভাবে মেসেঞ্জার নোটিফিকেশনের দিকে লক্ষ রাখছে। গতকাল ফেসবুকে একটা বিতর্কিত লেখার জবাব এসেই চলেছে। বিতান খুব ঠান্ডা মাথার ছেলে। প্রতিটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পড়লেও জবাব দিচ্ছে বেশ…