ঈশিতা দে সরকার লেখক কবি ও গদ্যকার ...তারপর অপেক্ষা আর অপেক্ষার পর ঘণ্টাতলার চিরনবীন বটগাছের দিকে তাকিয়ে বলেছিল, "বকুলশাখা পিয়ালশাখা তাকাও কেন আমার দিকে/মিথ্যা জীবন কাটল আমার ছাই লিখে আর ভস্ম লিখে/...কেমন করে রঙ দেবো তোমার ঐ বান্ধবীকে"। রঙে রঙে আবির হয়ে উঠেছে শান্তিনিকেতন। তরুণ কবি, কবিতাপ্রেমিক কবিতায় ছুঁয়ে…
শফিকুল কবীর চন্দন এক পার্থিব বিষয় ফুলদানিতে সূর্যমুখী টেবিলে রাখা যার রং— হলুদ ও স্পন্দিত গহন নিবিড় এক চিত্রকর্ম প্রতিটি ফুল ভিন্ন সংস্করণে হয় নির্জীব বা ইচ্ছেপূরণ অথবা পূর্ণপুষ্পিত কিংবা মাঝামাঝি কিছু হয়তো পাকানো এবং ঈষৎ বাঁকানো অথবা আনত কিংবা পুরো উদোম দীপ্তিময় সূর্যমুখী রচিত সাকুল্য গাঁথা ফুলের তোড়া…
মণিশংকর বিশ্বাসের কবিতা টীকা দিনান্তের সূর্য, রক্তমাখা হাত; বিকেলের কাছে পরিত্যক্ত রেলওয়ে কলোনির টানা বারান্দা। ফুলের মতন খুব সাবধানে কৃষ্ণচূড়া টপকায় লোহার রেলিঙ কার কথা মনে পড়ে? কাঁটা-বাবলার ঝোপ হ’তে ছিটকে বের হয় একটি বেড়াল তার মত দ্রুতগামী ক্ষতচিহ্নময় সকল প্রেরণা। ব্যর্থ-উপমার মত দূরে, কুয়াশা বিজনে ডুবে যায়…