কী বা ঝড় অন্তহীন ফুরসতসম
যদি ঘরেদের ডালগুলো ভেঙে যায়!
পর্বমূল! সে তো জোনাকির মতো হায়
যে পাখি বেঁধেছিল বাসা এই কৌণিকে
প্রতিটি দায়িত্ববোধে সে বাসা ভেঙে
ডিম ছুড়ে দেবে খাদ্যবণ্টনে,
অন্ধকার দপদপে রেশনের মুখে।
২)
প্রথমদিনে মাংসের কারি ভালো লেগেছিল।
দ্বিতীয় দিনটাই আর আসেনি।
আজ চার নম্বর দিন।
হিসেবের খাতা খুলে রেখো।
দিন গেলে এই কড়ে মধ্যমা লালশাক হবে।
ভাতে মেখে সেই আঙুলের শাঁস খাব।
৩)
এই যে, কন্যা আমার খেলে
ওর মুখে এই হাসি দেখেছিলাম শেষ শীতে
গাজর বিন্স-এর ভাত রাঁধা হলে।
৪)
এই ঘরবাড়ি গার্হস্থ্যসেবার দোলনায় দোল খাচ্ছে।
দেখো, মাঘমাসের কড়াইশুঁটির প্রাণ যেন!
ভরা চৈত্রে শেষবার লকলকে ডগার কিশোরী হল।
ওকে যেতে দাও নিজের মতো।
তুলসীমঞ্চ নিকোবে,
তারপর কড়ার গরম তেলে
একফোঁটা জল ফেলে দিও।
৫)
চাঁদবাহারি রং লেগেছে ছাদে
ওই যে, বাঁশের ডগা তিরতির কাঁপছে
এখনও ওতে মায়া লেগে আছে।
গান শোনানোর মায়া।
যাবতীয় কাজ সেরে
উবু হয়ে বসলাম পাত পেড়ে।
রাতভর উচ্চিংড়ের দলে দোহারিরা জানে
এ অবধি দই পড়ে নাই শেষপাতে।
৬)
ডালগোনা কফি নাকি সুস্বাদু বেশ?
দুধ উথলাবে বাঁট বেয়ে
তারপর গ্লাস পেতে নিও।
কফিগাছের মজুরি,
শুনেছি তাতে ফেনার মতো বাড়বে।
নাহার তৃণা বলা নেই কওয়া নেই, হুটহাট আকাশ ফুঁড়ে নেমে এল পেঁজা তুলোর মতো তুষার কণা। এত বড় মাপের স্নো ফ্লেক্ এর আগে দেখেনি নন্দিনী। তাই একে 'কণা' বলাটা মনে হয় যুক্তিসঙ্গত হচ্ছে না। যুতসই শব্দ হাতড়ে সময়মতো পাওয়া যায় না, ভাবনাটা ওর কপালে বিরক্তির রেখায় ফুটে উঠল। বিরক্তিটা…
হিল্লোল ভট্টাচার্য বর্ণপরিচয় কাচের ওপারের দুনিয়াটাকে প্রায়ই দেখত বিকাশ, রাস্তা থেকে উঁকিঝুঁকি মেরে। একটা অন্য জগৎ, মায়াপৃথিবী মনে হত। অর্ডার সাপ্লাইয়ের ছোট কাজটা যখন সে পেল, কাচের দরজাটা খুলে গেল। স্টেশনারি ডেলিভার করতে গিয়ে দেখত— আকাশি শার্ট আর টাই পরা সুবেশ তরুণরা দ্রুত-পায়ে, কেজো ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। টিভিতে দেখা…
সুশান্ত ঘোষ ইংল্যান্ডে অষ্টাদশ শতকের শেষদিকে রবার্ট বার্নস, উইলিয়াম ব্লেক প্রভৃতি সাহিত্যিকরা ক্লাসিসিজ়মের বিরোধিতার মাধ্যমে রোমান্টিকতাবাদের সূচনা করেন। পরে মিল্টন, ওয়ার্ডস্ওয়ার্থ, কোলরিজ, সাউদি, শেলি, কিটস, বায়রন প্রভৃতি সাহিত্যিকরা রোমান্টিকতাবাদকে বহুদূর বিকশিত করেন। জার্মানি থেকে শুরু হওয়া রোমান্টিকতাবাদ ক্রমশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বাংলা ভাষাতেও তার প্রভাব পড়ে। ক্লাসিকতাবাদী…