চৈতালী চট্টোপাধ্যায়

পাঁচটি কবিতা | চৈতালী চট্টোপাধ্যায়

পাঁচটি কবিতা

 

শীত

আমার, পাউডারপাফের মতো আলো! আমার, পেয়ারাগাছের ডালে ঝুলে-থাকা রংবেরঙের ছেলেমেয়ে!
আমার, আকাশে গুলতি মেরে আনন্দ-নামানো দুপুর!
আমার, ধীরেধীরে বোকা-হয়ে-আসা সিনেমারা!
আমার, অচেনা ব্যাকওয়াটার, অজানা ঝিনুকে কারুকাজ!
আমার, বিনোদন-ফাঁস-হয়ে-যাওয়া আমেরিকা!
আমার‌, বিনুনির মতো, নিম্নমুখী শেয়ারবাজার!
আমার‍, রাষ্ট্রীয় ভয়!
আমার, পদ্মকাঁটা!
আমার, হত্যাপ্রবণ মন…

আলো ক্রমে কমে আসছে

 

নভেম্বর, ডিসেম্বর

কেমন তসররং হালকা চাদর গায়ে জড়াচ্ছে, বিকেল।
বাতি চড়াচ্ছে ছাদে, সন্ধেবেলারা।
মুখে-মুখে বিষণ্ণ আভা।
ঘরে-ঘরে ঘুসঘুসে জ্বরের মতন রাজনীতি
ভাতের হাঁড়িগুলোকে আলাদা করে দেয়,
যুদ্ধবিগ্রহের গল্প শুনিয়ে,
‘আমরা কেউ বেঁচে নেই’, বিশ্বাস করাতে চায়,
যাতে, হাতের ওপর হাত আর বসবে না!
শীত, তন্দ্রা হয়ে নামে।
আমি, তোমাকে বলছি বারবার,
রোদ মরে আসার আগেই
প্রাণপাখি জুড়িয়ে যাচ্ছে, অতএব,
আগুন জ্বালতে হবে হে

 

রোগশোক

মন গিয়ে গোঁসাঘরে খিল দিল।
সাধআহ্লাদগুলো চোখের সামনে দিয়ে অন্য বাড়িতে উঠল।
গানবাজনারা কে কোথায় ছড়িয়ে গেল।
না পাওয়ার ফর্দ বাড়ছে যত,
পালাতে চাইছি যত,
তুমি পথ আটকে দাঁড়ালে।
হাত-পা নড়ে না, সরে না,
লিঙ্গোত্থানও হয় না—
তোমার বরফে শরীর বিছিয়ে রেখে,
দেখছি, চারপাশে জল উঁচু হচ্ছে।
জলের গায়ে যে-পালাখানা
বাঁধছে শিল্পীদল,
এর নাম, ভাগ্যবতী

 

অবরুদ্ধ

তোমাকে ডাকিনি চৈত্রে, ডেকেছিলাম ফাল্গুনে।
তুমি ডুবে ছিলে তবে অজানা কবির কাব্যগুণে।
তাকালে যখন, উৎসব পুড়ে ছাই!
কবে যে বসন্তকালের মধ্যে শূন্যতাভর্তি কালো গর্ত খোঁড়া হল,
সেই গর্ত সোঁ-সোঁ শব্দে আলো টেনে নিল,
চৈতন্যময় সব স্রোত টেনে নিল!
ক্যাফে, রেস্তোরাঁয় মজে
সন্ত্রাস ভুলেছি সহজে,
রক্তপাত মুছে মুছে প্রেমপত্র দিয়েছি বিছিয়ে,
মুখে হাতে পায়ে খড়ি ফুটল যখন,
শীতকাল,
কাঁটা বেছে নেয়ার মতন করে
তোমাকে সরিয়ে দিল।
একআকাশ হিমশুদ্ধ ভেঙে পড়ল মাথায়

 

গানের ওপারে

একেকটা দিন ঘুম ভেঙে যায়, কাকভোর, ঠিক পাঁচটায়।
জেগে উঠি আর মন বুঝে নেয় বেঁচে থাকা কত বড় দায়।
ট্রালালালা ট্রালালালা…
জ্ঞাতিগোষ্ঠীরা কুমড়োফুলের মতন, হলুদ, ছেঁড়া-সুখ
ভেজে খাবে, আলোচালের গুঁড়িতে ডুবিয়ে নিচ্ছে বারবার
ট্রালালালা ট্রালালালা…
কেউ বাঁচবে না জাগবে না শোক সুজনি বিছিয়ে রেখেছে
এই পৃথিবীটা খুব অ্যানিমিক রক্তে বরফ ঢেলেছে
ট্রালালালা ট্রালালালা…
শিশুর কান্না ভূতের বাজনা বেজে ওঠে ভরদুপুরে
লাল ল্যান্ডস্কেপ মড়কের ক্ষেত, একটু গরম দেবে না?
ট্রালালালা ট্রালালালা…

About চার নম্বর প্ল্যাটফর্ম 4879 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...