কার সাথে তুলনা টানছেন আমার আমি তো আলাদা
বীর।ভদ্রতার গভীরে খেলাকরে যেমন মাছ নীচে ভেসে
বেড়ায় তেমন আমি সবটাই আগলাই।আর আমার জন্মদিন এভাবে হবে।গড়পড়তা আর যারা তাদের মতন? মানতে পারছি না।মিডিয়ার সামনে এভাবে অপমান নাই বা করলেন !বিশ্বাস করুন আমি কেইকেটা নই , হতেও চাই না।আমাকে নিজের মত থাকতে দিন। জন্মদিন যাদের মানায় তাদের জন্য তোলা থাক।আমার মাথা ভর্তি টাক —– যেমন আছে তেমনি থাক !
দিনলিপি ভুলে গেলে তারিখ ভুল হয়ে গেলে যে আশ্চর্য দিনলিপির পাশে নতমুখে বসে থাকো সারাদিন সে এক আদ্যন্ত নদী। এপার থেকে ওপার বেশ দেখা যায় দেখা যায় ছিটের ফ্রক, হাতপাখা টিনের বাক্স আর জলের কুঁজো আর সারাক্ষণই কানের কাছে কে যেন বাক্সকে বাসকো বলতো বলতো আর বাসকো গোছাতো তার…
অলোক বিশ্বাস চলে গেলেন বাংলা কবিতার আর এক নিবেদিত প্রাণ। নিত্য মালাকার। ছয়-এর দশকের কবি হিসেবে পরিচিত। যদিও তাঁর প্রসারিত লেখালেখি সাতের দশক থেকে। তরুণ বয়সে চলে এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে। সেখানকার মুক্তিযুদ্ধের আগেই। ছয়ের দশকে। সরাসরি এসে পৌঁছন নবদ্বীপে। নবদ্বীপেই তাঁর কবি হিসেবে জাগরণ। সম্প্রতি বাংলা কবিতার জগতে…
সৌমিত দেব এপিটাফ ১ মৃত্যুচেতনা এক বিস্ময়কর ভোজবাজি। এ সবই আসলে মাস্তুলের ওপর থেকে ডাঙা দেখার চেষ্টা। সমুদ্র উলটে যায় অবশ্য মাঝেমধ্যে৷ মাথার ওপর জল, পায়ের নিচে মেঘ, কালো, কুচ্ছিত আঁশটে মেঘ। এখানে মাছেরা মৃত। এখানে সময় স্থির। এখানে যা কিছু কহতব্য, সব বেঁচে থাকার মতো নিদারুণ একঘেঁয়ে। ধুশ,…