বিধান জানা

চিঠিপত্র -- বিধান জানা

চিঠিপত্র

 

বুক ভরা শ্বাস নিলে মনে হয়
তোমার আত্মার ধ্রুব সবটুকু রং
লজ্জায় লাল হয়ে মিশে যাচ্ছে রক্তকণিকায়

 

গ্রহ তারা আপেক্ষিক
রাতের গভীরে দিন ক্রমাগত ঘামে
যেন শব্দের চাদরে ঢাকা
ছিন্নভিন্ন অভিমান কবিতার খামে

 

ঝলসানো রোদ গিলে আকণ্ঠ বিকেলে
রোজকার মরে বেঁচে থাকার আড়ালে
শ্বাসরুদ্ধ অবসাদ আঁধারের মত মিশে আছে
তবু খুব বাঁচতে ইচ্ছে করে মাঝে মাঝে

 

শুধু অনুভব নয়
এ আমার ধর্ম আন্তরিক
চকিত বিদ্যুল্লেখা
গাঢ় চোখে চোখ আকস্মিক

 

উচ্ছ্বসিত অনাবিল আঁটোসাঁটো জ্যোৎস্নার মত
তুমি
আমার এই অনন্ত বুকে মুখ রেখে
তাকিয়ে রয়েছ দূর আকাশের দিকে সৃষ্টিময়ী

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4879 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...