চিঠিপত্র -- বিধান জানা
চিঠিপত্র
১
বুক ভরা শ্বাস নিলে মনে হয়
তোমার আত্মার ধ্রুব সবটুকু রং
লজ্জায় লাল হয়ে মিশে যাচ্ছে রক্তকণিকায়
২
গ্রহ তারা আপেক্ষিক
রাতের গভীরে দিন ক্রমাগত ঘামে
যেন শব্দের চাদরে ঢাকা
ছিন্নভিন্ন অভিমান কবিতার খামে
৩
ঝলসানো রোদ গিলে আকণ্ঠ বিকেলে
রোজকার মরে বেঁচে থাকার আড়ালে
শ্বাসরুদ্ধ অবসাদ আঁধারের মত মিশে আছে
তবু খুব বাঁচতে ইচ্ছে করে মাঝে মাঝে
৪
শুধু অনুভব নয়
এ আমার ধর্ম আন্তরিক
চকিত বিদ্যুল্লেখা
গাঢ় চোখে চোখ আকস্মিক
৫
উচ্ছ্বসিত অনাবিল আঁটোসাঁটো জ্যোৎস্নার মত
তুমি
আমার এই অনন্ত বুকে মুখ রেখে
তাকিয়ে রয়েছ দূর আকাশের দিকে সৃষ্টিময়ী
লেখাটি ভালো লাগলে ছড়িয়ে দিন... Like this: Like Loading...
পড়ে দেখতে পারেন...
বিধান জানা মনের দেওয়াল ভাঙা তছনছ সাজানো সংসার ভাঙাচোরা পথঘাট তার মাঝে পদচিহ্ন কার কার নগ্ন পায়ে পায়ে অলিন্দ নিলয় কাঁপে কার চোখে ডোবে মহাকাশ নিদ্রাহারা মাঝরাতে কার তরে স্থবির নিঃশ্বাস ফুটেছে রজনীগন্ধা গন্ধ তার মেখেছ খোঁপায় হলুদ শাড়ির ভাঁজে সূর্য ডোবে অনন্ত নিদ্রায় মনের দেওয়াল ভাঙা অন্তরে আলোর…
June 6, 2020 যশোধরা রায়চৌধুরী এ বড় প্রবঞ্চক ঋতু হে, সামাল সামাল। গাছের তলার ছায়াটি ভারি মনোরম। উষ্ণতা বিথারি সূর্য ওপরে উঠেছে যদিও। সবুজের কানাতের তলায় কুঞ্জে, এক গভীর ছায়ান্তরাল বানিয়ে রেখেছে প্রকৃতি। সে সূর্য থেকেই পান করে স্রোত। অথচ কী সাহস তার। সে সূর্যের বিপরীতে কাজ করে। তাপের বদলে, ছায়া দেয়।…
March 5, 2021 বিধান জানা সেবার মহাষ্টমীর রাতে সেই যে হলুদ শাড়ীটা পরেছিলে মন্ডপের রক্তিম চালচিত্রে অপূর্ব লাগছিল দূর থেকে দেখেছি আমি অনেক ছবির মাঝে বিনম্র ভাস্বর কি বলব যেন নিশীথ সূর্যোদয় কত সূর্য তাপে গলে গোপন হৃদয় ? আজ বসন্ত পঞ্চমী তোমার হলুদ শাড়ী উত্তাপে রাঙা ভ্যান গগ যেন তরল সূর্য…
July 6, 2020