সাতটি কবিতা একা আমি ভালবেসে কাউকে, বজ্রের মতো ঘোষণা করলাম অতল বিচ্ছেদ আমি মাতালাম আকাশ ফাটিয়ে ব্যথা লাগলে চিক্কুর অল্প ওমে সিংহগর্জন এভাবে আমি তোমার মুখের ছবি স্বর্গ থেকে টাঙিয়ে ফেললাম অনন্ত বিচ্ছেদ আমি সবচে উজ্জ্বল রঙে ছোপালাম আমার বাঁচামরা, দেশ কাল স্থবিরতা, অতিঅস্থিরতা সব আমি বাজালাম গগনবিদারী এভাবে…
অর্ণব বসু তখন সদ্য সদ্য ছবি দেখা শুরু করেছি, ছবি নিয়ে আগ্রহ বাড়ছে, এমন সময় একটা বই এল হাতে, নাম ‘ছবির চশমা’। বইটার এই অদ্ভুত নামকরণ আমাকে বেশ ভাবিয়েছিল, বিশেষত এই চশমা শব্দটি দ্ব্যর্থক এবং ব্যঞ্জনাময়। পরবর্তীকালে ছবিকে আরও বেশি করে জানার জন্য এই বইটির ভূমিকা অনস্বীকার্য। তারও বেশ…
দেহ-মনের খেলা ১. যত লিখি তত লিখতে ইচ্ছে করে না দু-লাইন এগোতেই হাত সরে না পরের লাইনে ফেলে আসা পাড়া-ঘর, সময়, মানুষ যত হল্লা, হত্যা যত, পুঁজ-রক্ত, যত হেরে যাওয়া সব চুঁয়ে চুঁয়ে পড়ে অস্তিত্বে আমার মনে হয় যা হওয়ার, না-হওয়ার, সবই হয়ে গেছে মন আর কোথাও যাবে না…