তিনটি কবিতা ব্যর্থ মানুষ যাদের জায়গা হয় না ১. আমাদের চমৎকার ভেঙে পড়ে থাকে, বড় চমৎকার লাগে। গায়ে মাংসের তুলতুলে নরম আর সারি সারি পাখনার ধড়ফড় সব ধড়ফড় বন্দিশে মৃতদেহের ছোঁয়া। আমাদের পতাকা নেই। আমাদের পতাকা নেই। পতাকার জায়গায় গহ্বর লিখে দিই? মিছিলে হাঁটি না। মিছিলে হাঁটি না। জনগণ…
তিনটি কবিতা পথিকের মনোলগ ১. ঘড়ি থেকে কাঁটা খুলে রাখা আছে আলগোছে। একটি সন্ধ্যা, দিকচিহ্নহীন, উড়ে আসে। কার্নিসে ভালোবেসে বেঁধে ফেলা ঘরের মৃতদেহ, কান্নার দমকে কেঁপে ওঠে পর্দার লজ্জা। এইসব ভুলে গিয়ে বারেবারে ঠিকানা বদলে যায়। ২. মাঠ পড়ে আছে মৃত সরীসৃপের মতো। দূরে বুকফাটা ঢাক বেজে চলে…