সোনালী চক্রবর্তী লেখক কবি, গদ্যকার ও অনুবাদক। পলাশ, জীবনকে যারা কয়েকশো কোটি মুহূর্তের বিস্ফার দিয়ে পদ্মপাতায় জল জেনে থাকে, শীতের শেষ আঁচে কাজল তুলে নেওয়ার পর তীব্র দাবানল কি শুধু বসন্ত তাদের জন্যেই বরাদ্দ রাখে? কী ক্রান্তিকালে এই চিঠি লিখছি তোকে আজ? সমর্পণের দেয়ালা ধুয়ে গেছে…
মুকুটমনিপুর থেকে কুড়িয়ে নেওয়া পলাশগুচ্ছ ১. তোমাকে নিয়ে লিখছি-লিখব করে করে বসাই হয়নি আর। এদিকে আজ প্রথম লাইন লিখতে না লিখতেই লোডশেডিংয়ের আলো নেমে এল! এই যে ভীষণ লিখতে চাইছি তোমায়, অথচ দেখতে পাচ্ছি না কিছুই, এসবের মধ্যে কোথাও একটা অভিশাপ দেখতে পাই— সমস্ত আলোর তরফ থেকে যা দাবি…
বিপুল চক্রবর্তী ভ্রমণে যখনই যাই— যেখানেই যাই, একরাশ বিষণ্ণতা নিয়ে ফিরি। আমাদের ধোপদুরস্ত টুরিজম, মনে হয়, ভ্রমণের অর্ধেক আকাশ দেখিয়ে ফেরত পাঠায়। সেখানে টুরিস্ট গাইডের সিলেবাস মেনে এখান থেকে সেখান… এ হোটেল থেকে সে হোটেলে যাতায়াত চলতে থাকে; থাকে ঘড়ি-ধরে শপিং-উইন্ডো, স্যুভেনির-সংগ্রহ, এমনকী সোশ্যাল মিডিয়ার জন্য ডিপি-শুটেরও তাড়া। কিন্তু,…