আজকে অনেক আবির হবে
১.
শোক শেষ হলে নিথর কামনা
নিঃশব্দ দুটি মুখ পরস্পরের দিকে চায়
বেদনার পর কী থাকে
আকুতি, আশ্রয়, প্রার্থনা
বুকে মুখ রাখো তবে
কথা বলো
নুইয়ে পড়ে আকাশ
জেগে থাকা ফুলের নিষ্পাপ ভারে
২.
অনেক ঘাত-প্রতিঘাতের পর আজ শান্তি
সেই স্বর্ণালীদের আবাসনের পড়ন্ত দুপুরনদী
রোদ চলে যাওয়ার পর স্নান বাঁধানো ঘাট
তোমার চোখের মতো বিষণ্ণ তাকিয়ে
অনেক মৃত্যু পার হওয়া অবসাদ
তারই মাঝে জল থেকে উঠে আসে হাঁসের ডানার মতো প্রেম
বিস্ময়
ক্ষোভ হারানো দুটি মুখ পরস্পরের দিকে তাকায়
অভিযোগ নেই কোনও
নেই তলোয়ারের ধার
এসো, বিশ্বাস, পাড়ি দিই..
৩.
আজ জেগে থাকলে সারারাত গল্প করতাম তোমার সঙ্গে
অতীতের কোনও একসময় বেঁচে থাকা মানুযের মুখের খুশি দেখব
চুপচাপ শুয়ে থাকি তোমার সঙ্গে
লড়াই দেখি
দমিত আকাঙ্খা
এসো চিনে নিই, একে অপরকে
রক্তে, রক্তে
পাঁজরে
এসো, কাছে এসো
তোমাকে হারাতে হারাতে তোমাকেই পেয়ে যদি যায়..
তোমার, তোমারই বুকের প্রশস্ত চরাচরে।
৪.
জীবন ফুরিয়ে যাবার পর আমি জীবনের কথা ভেবেছিলাম
আকাশ ফুরিয়ে যাবার পর আমি ওড়ার কথা ভেবেছিলাম
খাঁচা যখন প্রস্তুত আমি শিকল কাটার কথা ভেবেছিলাম
রোদ্দুরে দাঁড়িয়ে
সঙ্গে সঙ্গে চলেছে পথের গান
জীবন হাত ধরে নিচ্ছে দ্রুত
চলো
এক অজানা জীবনের দিকে
এক অচেনা পরিচয়ের দরকার
৫.
তোমার কাছ থেকে ফিরতে ফিরতে আলোর কাছে ফিরছি
ইংলিশ খাট
লেখার পাতা খোলা
এলানো চুল, তরুণী মুখ
কপালে চূর্ণ চূর্ণ কবিতারেণু
কার প্রেমিকা
সে, কার প্রেমিকা?
তোমার কাছ থেকে ফিরতে ফিরতে
বাড়ি, সে যে কবেকার পুরনো এক বাড়ি
কুয়োতলা, শ্যাওলা জমা
নববধূর আলতা পা
সানাই বাজে
কোথায় যেন, চাঁদের ডালপালা, সানাই বাজে
দোলপূর্ণিমা
কৃষ্ণ-রাধা, রাধা-কৃষ্ণ
আবির হবে
আজকে অনেক আবির হবে