দুটি কবিতা ঘাটের কথা ১ লাল সিঁড়ি দিয়ে ছেলেরা এইমাত্র নেমে গেল গঙ্গায়। কেউ কেউ ঝাঁপ দিল বুক চিতিয়ে। খর্বাকার এক বৃদ্ধ ন্যুব্জ হল মা গঙ্গার সামনে। গতজন্মের স্মৃতির মতো। গঙ্গার জল ঝোলাটে। ২ ছানিপড়া বৃদ্ধার মাছের মতো চোখ। বুকের আঁচল গড়িয়ে পড়েছে। অলঙ্ঘন। ঘাটের ছায়ায় কেউ বসে…
পিয়াল দাস ও তাপস দাস ব্যক্তিগত সম্পর্কের জটিল নকশা, টানাপোড়েন, কিংবা বিভিন্ন বাঁক কবিতায় বর্ণনা করার সময় লিপিকারের যে অন্তর্নিহিত চিন্তা কাজ করে, সেই বোধ ও চেতনার উদ্ভব কি একটি লিঙ্গনির্ভর প্রক্রিয়া? জটিল মানবিক সম্পর্কের গভীর রহস্য উন্মোচনে পুরুষ ও প্রকৃতির অনুভূতি কি প্রকৃতই আলাদা? এবং তার প্রকাশ হিসেবে, কাব্যভাষাতেও কি তৈরি…
তুহিন দাস রাত এলেই লোকটি চাঁদ দেখতে বের হয়। চাঁদ ও অন্ধকারের সঙ্গে তার এই সখ্যতা মলি ভালোভাবে নেয়নি। ভেবে নিয়েছিল অন্য কোনও মেয়ের সঙ্গে খালেদের সম্পর্ক আছে। অজয়দার মেয়ের সঙ্গে একটা সম্পর্কের কথা কেউ একজন বেনামে মোবাইলে জানিয়েছিল মলিকে। প্রথমে অতটা গুরুত্ব দেয়নি। পরে রাত গভীর হলে খালেদের…