তিনটি কবিতা
বন্ধুত্ব নিয়ে
দরজা বন্ধ হলে সারি সারি অসংখ্য দরোজা খুলে যায়
তবু দেখি
পুরাতন পাখি ক্ষয়াটে মিছরি ঠোকরায়
অনন্ত নক্ষত্রবীথিকা
পপলার সারি, তুষার পড়ছে, কী ভীষণ সম্পর্কের শীত!
এবারে দূরের পাখি আসবে কিনা জানা নেই, তবে
মৃদু আলোয় ভিড় করছে ভুটানিরা,
হলুদ উলের শীত, দূরের বন্ধুরা
বাসাংসি জীর্ণানি
মল মূত্র ছাড়া জীবনে কিছুই যারা ত্যাগ করতে পারেনি
হে প্রিয় শপিংমল তাদের ঈশ্বর হও ভাই
ইংরাজি ও বাংলা জেনে যে মেয়েটি হয়েছে হকার
হে প্রিয় শপিংমল
এ শীতেই বয়ফ্রেন্ড তার পাশে খুব দরকার
জীর্ণ জামা ফেলে দিয়ে কেউ কেউ দেখে
তাদের পোশাক নেই আর
হে প্রিয় শপিংমল, তুমি কি দিয়েছ ওদের নয়া প্যান্ট কুর্তা সালোয়ার ?
মিস্টার ম্যাক্সের ভারতীয় গাইড
দেখুন মিস্টার ম্যাক্স এই আমাদের ইন্ডিয়া দ্যাট ইজ ভারত
এই যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক ওই যে সাঁইসাঁই ছুটে যাচ্ছে গাড়ি
ওই যে একদল লোক বাড়ি ফিরছে স্যার ,
ওরাই কেরানিদল, আমাদের টার্গেট কাস্টমার
আর ওই যে নরম ভোরের ভিতরে জেগে উঠছে গ্রাম
ওই যে জমি দেখতে যাচ্ছে হেলারাম বাউড়ি
এই দেখুন অপারেশন বর্গায় জমি হারানো মধ্যবিত্ত
অর্ধেক সামন্ত, রোজ পর্ন ফিল্ম দেখে চুপিচুপি
ঘোরান আপনার হুইস্কির জল দেখতে পাবেন
দখল আর রক্তের সহ অবস্থান
মিস্টার ম্যাক্স, এই বারে ওই যে মেয়েটি নাচছে, ওই দেখুন ওর বস্তিঘরে
নেমে আসছে অন্ধকার জল ঘোরান জল ঘোরান
একটা অদ্ভুত আঁধার দেখছি চারিদিকে
নেমে আসছে ব্যান্ড গায়কের গলা মনে হচ্ছে প্রতিবাদ
এ সিজিনে লস খেয়ে যাব না তো স্যার?
তিনটির মধ্যে শেষেরটি বিশেষভাবে ভালো। আমার কাছে। দ্বিতীয়টিও সুন্দর।
বেশ ভালো লাগল।