স্বাগতা দাশগুপ্ত

স্বাগতা দাশগুপ্ত | পাত্তা দেওয়া লোক

পাত্তা দেওয়া লোক

 

১.

‘আমার দুঃখের দিন’ আসি আসি হলে
আপনার স্মরণ নিই, জনাব!
আপনি জানেন।
শোভাবাজারের গঙ্গায়
আপনাকে ডোবাই,
একটার পর একটা বিড়ি খেতে খেতে
চিন্তিত মুখে
দূরের গাছ দেখে
আপনিও কেন যে ডোবেন!
আপনিই জানেন

 

২.

আমাকে ভাল লাগে?
কতদিন? কতবার?
এক জীবনে আর কত ভাল লাগা যায়!
ডুবে মরা তার চেয়ে সহজ
এ-কথা প্রমাণ করতে
ডুবুরি ছাড়াই
ডুব দিয়ে খাবিটাবি খেয়ে
সাঁতরে ফের পাড়ে এসে দম নেন।
ধৈর্যের নিদারুণ পরীক্ষায়
বারে বারে পাশ দেওয়া আপনি
বচ্ছর শেষে, মাইরি,
ঠিক একধাপ ওপরে ওঠেন।

 

৩.

‘আমার সুখের দিন’ কোথায় কে জানে!
কোথায় ছুটিতে গেছে অনাগত পরান ভ্রমর!
কে তাকে বন্দি করবে?
কোন পথে তার বসবাস?
আল্লা জানেন।
প্রেমের জবাকুসুম বুকে নিয়ে আমি
আপনার মাথা খাই
আপনার কানের পোকারা
ভ্রমর হয়ে
আমার চারপাশে গুনগুনগুনগুন করে।

 

৪.

যে খোঁজে পরশপাথর
আমি তার কী বিগড়াব!
বরং কান টেনে
দোয়াত-কালি সমেত
আমি খানিক
লঙ্কাকাণ্ড বাধাই
আপনার স্বর্ণচুড়োয়

 

৫.

কী-সুখে বলি আর
নতুন করে মুখ পুড়িয়েছি
হ্যাঁ
আবারও পুড়েছে কপাল
আর যা যা আছে সব
আগের মতোই যথারীতি
কিছুই বাকি নেই আর
এবার নতুন করে
ঝাঁপিটাপি নিয়ে
কোন গঙ্গায় ঝাঁপাবেন?
আপনিই বলুন, মহাশয়!
(হরিদ্বারের দিকে যাবেন না কি?)

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4879 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...