নাগরদোলা সিরিজ
১.
ওপর দিকে ছুড়ে দেওয়া পাথর নিচে নেমে আসছে
ভেতরে হাওয়া ভরা থাকে সমস্ত বেলুনে
বিষক্রিয়ায় মরে পড়ে থাকে যারা উঁচু টিলায়
পেন্সিলে সুতো জড়িয়ে তারা একটা জীবন বেঁচেছিল
২.
নাগরদোলা ঘুরছে। আমি নিচে দাঁড়ানো বন্ধুদের দেখতে পাচ্ছি।
অন্ধকার ঘরে টর্চের আলো
বেড়ালের দৌড় শুরু হতে না হতেই শেষ হয়ে যায়
৩.
দেখি বৃষ্টির জল।
উড়ে যাওয়া সামুদ্রিক পাখির ঠোঁটে মরা মাছ।
ছায়ায় ছায়ায় হেঁটে যাওয়া মানুষের
জীবন!
৪.
বিদ্রূপ পিছু ছাড়ে না।
শরীরভর্তি ঘাম নিয়ে গানের স্কুলে যাই।
পকেটে হাতপাখা থাকে।
পকেটে নেলকাটার থাকে।
৫.
জঙ্গলে ভোর আর ভোরের জঙ্গল থেকে সে
আমাকে দেখছে। হাতির মাহুত ফিরে আসছেন
সাইকেল চালিয়ে।
তাঁবুর পাশে পাশে কাদের ঘোরাফেরা
সেটা জানা নেই।
কেবল বিমান নামতে দেখি বিমানবন্দরে।
৬.
একটা দুপুর বলখেলার মাঠে
গর্ত থেকে পিঁপড়ে উঠে আসছে
চোখের জল ভরা একটা নদী
বিষন্ন হওয়ার কোনও সুযোগই দেয় না
৭.
ডাকনাম হারিয়ে ফেলা মানুষের মুখে
পদযাত্রীদের হাসি লেগে থাকে
গো মহিষের হাটে ঝুপ করে সন্ধ্যা নামলে
ভাঙা সিন্দুকের পাশে লন্ঠন জ্বলে ওঠে
৮.
ঘাট নির্জন হয়ে গেলে নাচুনিরা একে একে আসে
বাতাসের বিপরীতে তারা গান গাইতে শুরু করে
আমাদের শীত করে।
দূরের গঞ্জে তখন জেগে থাকে ঢেঁকিঘর, চাঁদের
আদর
৯.
নীল এরোপ্লেন, অবতরণের অপেক্ষায়
একটু জৈব সার নিয়ে কথা বলতে চাইছি
ভুট্টাক্ষেতের মধ্যে ঢুকে পড়া সহজ এটা টিয়াপাখিরা
জানে