বেলফুল ফেরি করে আকাশ
নববর্ষ
আপনার কথা ভাবলে
বারান্দা জুড়ে আলো
আপনার কথা ভাবলে
পারাবত
আপনার কথা ভাবলে
নতুন বৌঠান ছাদ
আপনার কথা ভাবলে
বেলফুল ফেরি করে আকাশ
আপনার কথা ভাবলে
পয়লা বৈশাখ।
শ্রাবনঘনগহন মোহে
পাশাপাশি দুটি নদী
মাঝে তাদের সীমানা
নিজের গতিপথে চলে দুজন
মাঝেমধ্যে গল্প করে
দুজনই নিয়ন্ত্রিত
জলে ফুল ভাসে
মধ্যরাতে কূল উপচানো
ভুলেও কেউ কারও কাছে যায় না
একজন পূজারিনী
অন্যজন ব্রহ্মচারী
জোয়ার আসুক, জোয়ার
বৃক্ষ
এত ঝড়ের পর
তোমার প্রতিটি কথা অনুভব করি
এত ঝড়ের পর
তোমার প্রতিটি প্রেম অনুভব করি
মুখোমুখি
নীরব, শান্ত, আকাশ
যেন বৃষ্টি ধোয়া ফুল
ভালবাসি একবারও না বলে
কত বৃক্ষ তুমি
পুরনো, নতুন প্রেম মিশে একাকার
তারই ছায়ায়, তারই কূজনে, তারই কিরণে
সঙ্গীত বাজে
আর নক্ষত্র
গান্ধর্ব
তাকাও
কাছাকাছি দাঁড়িয়েছি
চুম্বন দাও
খোলা আকাশের নিচে, নির্জন
কথা বলো
সম্পন্ন হোক বিবাহ
রাধা
ওই প্রান্তে আপনাকে অনলাইন দেখালে
চোখে চোখ পড়ে
চমকিত আঁখি, সরায় নয়ন
স্নান সেরে দাঁড়ানো নদী
রাত্রি নামে
আর সে বলবে না কিছু
কোনওদিন মনে পড়লে
খুঁজে নেবেন তাহাকে
তীর থেকে বহুদূরে, গভীরে..