ফেলিক্স দাভিদোভিচ ক্রিভিন মূল রুশ থেকে ভাষান্তর: লীলা সরকার ফেলিক্স দাভিদোভিচ ক্রিভিন (১৯২৮-২০১৬) সোভিয়েত রাশিয়ার লেখক। ১৯৫১-তে কিয়েভ থেকে স্নাতক হন। প্রথম জীবনে প্রকৌশলী হিসেবে দানিয়ুব জাহাজ তৈরির সংস্থায় কাজে যোগ দেন। ছয়ের দশক থেকে শুরু করে পঁচিশটির বেশি গ্রন্থের প্রণেতা। ২০১৮ সালে প্রথমবার তাঁর গল্প ইংরেজিতে অনুবাদ করা…
চারটি কবিতা ফ্রেম তারপর নদী তারপর পাহাড় ও পাহাড়ের ওপর গ্রাম একখণ্ড সবুজ কাঠের ফ্রেমে বাঁধানো ঝুলে আছে থাক থাক হতাশার মতো কাগজ আর কাটাকুটির মধ্যে ওই ফ্রেম আমাদের একমাত্র জানলা যার ফাঁক গলে আমরা সবাই লুটোপুটি শৈশবের বালি তছনছ করি আমাদের সমুদ্র কাগজ নয় কেরোসিন নয় ধুলো বা…
স্বর্ণেন্দু সরকার বইমেলায় ঢুকতেই কে যেন বলল, 'শুনলাম কলকাতা বইমেলা আগামী বছর নাকি বারাসতে হবে'। বাইরের সমস্ত কোলাহল শুষে নেওয়া এমনি একটা দুপুর। অমর সার্কাসের তাঁবু উঠে গিয়ে, বইয়ের তাঁবু পড়েছে শহরের উপকন্ঠে। এটা যেন দুপুরের কোনও জলাশয়ের নির্জন ঘটনা। লোকজনের আয়োজন নেই, কখনও কেউ কেউ -- সে যাওয়া…