মনোজ দে-র কবিতা প্রিয় ফেব্রুয়ারি এপ্রিলে দাঁড়িয়ে তোমাকে ভাবতে ভাল্লাগে। সেসব পশমের দিন। শীতঘুম। স্নানের অজুহাত। রোদ পোহাতে পোহাতে যেসব দুপুর ছোট হয়ে আসে। বরফের ভিড়। তারা কি আদর বোঝে না? বোঝে না, স্রেফ ভালবাসা বাবদ তোমার আয়ু থেকে দুদিন কেটে নেওয়া হল। শিল্পদাগ এ দেশে সেলাই …
পীযূষ সরকারের কবিতা ১. আমার মতো অনাথের জন্য আকাশ একটা বড় আশ্রম, নদী একটা নিরাময়, পাখি একটা ডানাওয়ালা ত্যাগ.. আমি একা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি একার ভেতর অপেরা সং বাজাই একা নাচে... এখন আর ফেরার সময় নেই আমি পোষাক খুলে পরে নিয়েছি উদাসীন... দাহ সেরে, গদাধরের জলে ধুয়ে এসেছি হাত…