নিরুপম চক্রবর্তী

তিনটি ট্রায়োলেট

 

কলকাতা

জীবন্ত কঙ্কাল এক বসে আছে রাতপাহারাতে
কাকে যেন হিঁচড়ে টেনে হেঁটে যায় বিদগ্ধ শেয়াল
হাততালি দিই আমি ঘোর রাতে রক্তমাখা হাতে
জীবন্ত কঙ্কাল এক বসে আছে রাতপাহারাতে
জাগে আধখাওয়া দেহ, আমার ভ্রূক্ষেপ নেই তাতে
আসর মাতাতে যাব, রাত আজ বেহদ্দ বেহাল
জীবন্ত কঙ্কাল এক বসে ছিল রাতপাহারাতে
তাকে আজ হিঁচড়ে টেনে হেঁটে যায় বিদগ্ধ শেয়াল।।

 

ইউক্রেন

একটি কবিতা খুঁজে এইখানে একা বসে আছি
আকাশে উন্মাদ ড্রোন, বিস্ফোরণে বিচ্ছুরিত হাসি
উঠে বসে শবদেহ, রক্তমাখা ব্যান্ডেজেতে মাছি
একটি কবিতা খুঁজে এইখানে একা বসে আছি
কে এক মাই কি লাল; মায়ের কোলের কাছাকাছি
উড়ে যায় ঠ্যাং তার, সে এখানে ধরিত্রী নিবাসী
একটি কবিতা খুঁজে এইখানে একা বসে আছি
আকাশে উন্মাদ ড্রোন, বিস্ফোরণে গালভরা হাসি।।

 

স্টিল লাইফ

রক্তাক্ত ছুরিটি দ্যাখো বিঁধে আছে বর্ণহীন আপেলের বুকে
আঙুরের রক্ত ঝরে টেবিলের বইটির নিষিদ্ধ পাতায়
করোটির বাতিদানে মোম জ্বলে, এবং অজস্র ভুলচুকে
রক্তাক্ত ছুরিটি দ্যাখো বিঁধে আছে বর্ণহীন আপেলের বুকে
পড়ে আছে বেহালাটি, শব্দের সমস্ত ঋণ গেছে বুঝি চুকে
এসব কবিতা কেউ খুঁজে পায় ভুলে যাওয়া গোপন খাতায়
রক্তাক্ত ছুরিটি দ্যাখে বিঁধে আছে বর্ণহীন আপেলের বুকে
আঙুরের রক্ত ঝরে টেবিলের বইটির বিষাক্ত পাতায়।।

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4861 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...