বর্ণালী কোলে

অভ্যুত্থান

 

 

১.

এই মৃতপ্রায় পৃথিবীর ওপর
চাঁদোয়ার মতো দৃশ্যমান সেমিনার হল
শায়িত তুমি
তোমার চোখ থেকে গড়ানো রক্তে
ভিজে যাচ্ছে মাটি
মাটি বিদীর্ণ হয়ে উঠে আসছে জানকী
হাজার হাজার শত শত
ঘটে যাচ্ছে অভ্যুত্থান

 

২.

আঙুল ছুঁয়ে দিচ্ছে মোমবাতি
আঙুল ছুঁয়ে দিচ্ছে রাত

 

৩.

মোমবাতি মিছিল যেন কোনও স্তব
পৃথিবী এক আকাশ শতদল

 

৪.

চব্বিশ বছরের মেয়েটি ভরপুর উদ্যমে
চিৎকার করছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’
নিযুত মুষ্টিবদ্ধ হাত, ‘জাস্টিস, জাস্টিস’

গ্রামের রাস্তায় উদয়ন পণ্ডিত ও কচিকাঁচারা
‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’

তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে শুরু করেছে দেশ
ভুবন ক্রমশ মুক্ত অনন্তে..

 

৫.

রক্ত বিদীর্ণ করে শব্দ জন্মায়নি
স্পর্শ জন্মেছে, ব্যথা জন্মেছে
মনে মনে ছুঁয়েছি তোমাকে, তোমার হৃদয়

মনে মনে হেঁটেছি নিঃশব্দে সব মিছিলে
স্লোগান দিতে পারিনি
স্লোগান শুনেছি
সেইসব ঝঙ্কার শান্ত সমুদ্রের রেখে দেখেছি
ঢেউয়ের মতো গর্জনে এসেছে তারা রাত্রির বুকে
আমি পারিনি, কিছুই পারিনি
বৃষ্টি দেখতে দেখতে বিষণ্ণ হয়েছি
তুমি বৃষ্টি ভালবাসতে?
তুমি কাশফুল ভালবাসতে?
ভালবাসতে গৃহ?
ভালবাসতে প্রদীপ?

 

৬.

মানুষের পশুত্ব পশুর থেকেও বিকটাকার
নেমে আসুক দেবী, নেমে আসুক সংহার

বিপ্লবের পরের পৃষ্ঠায় সাম্য লিখিত হোক
বিপ্লবের পরের পৃষ্ঠায় ক্রোধমুক্ত আমিমুক্ত চলাচল

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4879 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...